Tuesday, November 11, 2025

তারকেশ্বরের বুল্টি রায়। সিঙ্গুর থানার অস্থায়ী মহিলা পুলিশ কর্মী বুল্টি। দুই সন্তানের মা। বাস্তাবায়িত করেছেন নিজের স্বপ্নকে। সম্প্রতি কলকাতার অ্যাথলেটিক অফ ইন্ডিয়ায় পাঁচটি বিভাগে পাঁচটি সোনা জিতেছেন। হাতে সোনার পদক উঠে এলেও বুল্টির লড়াই কঠিন। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

তারকেশ্বর পৌরসভার ১০নং ওয়ার্ডের জয় কৃষ্ণ বাজার এলাকায় বাসিন্দা বুল্টি। ছোটবেলা থেকেই স্বপ্ন বড় অ‍্যাথলেট হওয়া। ৬ বছর বয়স থেকেই শুরু হয়েছে সেই লড়াই। তবে স্বপ্নকে সত‍্যি করতে গেলে যে অনেক কষ্টের পথ পেরতে হবে তা জানত বুল্টি। খেতমজুরের পরিবার থেকে উঠে আসা বুল্টি ২ সন্তানের মা। হাওড়া – তারকেশ্বর ট্রেনের এক রেল হকারের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর।  সম্প্রতি  চুক্তিভিত্তিক সিঙ্গুর থানার হোমগার্ড হিসেবে কাজ করছেন। প্লাস্টিকের ছাউনি দেওয়া জীর্ণ বাড়িতে আশার আলো দেখেন বুল্টি। স্বপ্ন দেখেন দেশের হয়ে সোনা জয়। প্লাস্টিকের ওই ছাউনি দেওয়া বাড়িতে রয়েছে অগুনতি পদক ও মাণপত্র। সংসার এবং পুলিশের চাকরি সামলে দাঁতে দাঁত চেপে সেই স্বপ্নকে পূরণ করতে লড়াই চালিয়ে যাচ্ছে বুল্টি।

বুল্টির এই সাফল্যে সিঙ্গুর থানা গর্বিত। তাদের পক্ষ থেকে সম্বোধনা এবং অর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বুল্টির দিকে। তাদের লক্ষ‍্য বুল্টির আগামিদিনের স্বপ্নকে বাস্তবায়িত করা।

২০২২ সালেও নাসিকে সেকেন্ড ন্যাশনাল ভেটারেন্স স্পোর্টস এন্ড গেমস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৫টি বিভাগে সোনা জিতেছিলেন। এছাড়াও রাজ্যের অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোশিয়েশনে সোনা অর্জন করেছিলেন বুল্টি। বুল্টির এখন লক্ষ‍্য এশিয়ান গেমস এবং অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে সোনার পদক জয়।

আরও পড়ুন:বিশাল চমক, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ!

 

 

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version