Saturday, November 8, 2025

প্রস্তুতি চূড়ান্ত, বুধে মমতা কী বার্তা দেন তারই অপেক্ষায় মেঘালয়বাসী

Date:

রাত পোহালেই মেঘালয়ে(Meghalaya) তৃণমূলের জনসভায় একমঞ্চে ধরা দিতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। হাইভোল্টেজ এই জনসভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে মেঘরাজ্যে। নির্বাচনের আগে তুরার এই সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে মেঘালয়বাসীর।

তৃণমূল সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি সেরা ফেলা হয়েছে মেঘালয় তৃণমূলের তরফে। বুধবারের এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন মুকুল সাংমা সহ মেঘালয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার শিলিগুড়ি সফরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে শিলিগুড়িতেই থাকছেন তিনি। আগামীকাল বুধবার সকালে তিনি রওনা দেবেন মেঘালয়ের উদ্দেশ্যে। বুধবার দুপুর ১ একটা নাগাদ মেঘালয়ের রাজাবালায় নিকিকোনা টিলাপাড়া ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, মেঘালয়ের শাসকদল এনপিপি-র ব্যাপক দুর্নীতি ও দীর্ঘ বছরের অনুন্নয়নকে পিছনে ফেলে বাংলার মডেলকে হাতিয়ার করে মেঘরাজ্যের বাসিন্দাদের মনজয় করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বাংলার জনপ্রিয় প্রকল্পগুলিকে তুলে ধরা হচ্ছে মেঘালয়ের মানুষের কাছে। দলীয় প্রার্থীদের সমর্থনে একনাগাড়ে সেখানে জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবার মেঘালয়ে সভা সেরে সদ্য রাজ্যে ফিরেছিলেন অভিষেক। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের মেঘালয় সফরে অভিষেক।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version