Saturday, August 23, 2025

‘আপন বাংলা পোর্টাল’: ভাষা দিবসে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন মুখ্যমন্ত্রী

Date:

২১ ফেব্রুয়ারি, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভাষা দিবসের(Language Day)। বিশেষ এই দিনে প্রবাসী বাঙালিদের একসুতোয় বাঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ‘আপন বাংলা পোর্টাল’(Apan Bangla Portal)। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাষা মানে ভাবের আদান প্রদান। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজিটা ভালো করে শিখুন, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা দরকার। কিন্তু বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলার সময় বাংলা ভাষায় কথা বলাটা গুরুত্বপূর্ণ। বাংলা যাদের মাতৃভাষা তারা অন্য ভাষাটাও শিখুন কিন্তু বাংলাকে ভুললে চলবে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তবে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে। একইসঙ্গে মনে রাখতে হবে এই দেশ ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’। সবকিছুরই প্রয়োজন রয়েছে। সব ভাষা মিলেই আমাদের দেশ।” এর পাশাপাশি ‘আপন বাংলা পোর্টাল’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সারা পৃথিবীতে আমাদের ভাই-বোনরা ছড়িয়ে রয়েছে। এই প্রোটাল প্রবাসী বাঙালিদের জন্য। যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা বিদেশে বসেই বাংলার সবকিছু জানতে পারবেন। কোনও রকম সমস্যায় পড়লে তারা সরাসরি এখান থেকে সাহায্য পেতে পারবেন।” এপ্রসঙ্গে রবীন্দ্রনাথের লাইন তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও।”

উল্লেখ্য, ‘আপন বাংলা পোর্টাল’-এর মাধ্যমে প্রবাসী বাঙালি ও ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কার্ডে পাসপোর্ট নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তিনি কোন দেশের বাসিন্দা তা উল্লেখ থাকবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজেই যোগ দিতে পারবেন প্রবাসী ভারতীয়রা। তবে এইক্ষেত্রে প্রবাসী বাঙালিদের বেশি অগ্রাধিকার দেবে রাজ্য। এরফলে রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে। নবান্ন সূত্রের খবর, পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তাকেন্দ্র। প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জন্য বিশেষ পর্যটন পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সহজেই যোগাযোগ করা যাবে।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version