Thursday, November 13, 2025

বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, ফলপ্রকাশ কবে? জানাল পর্ষদ

Date:

আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে তা জানিয়ে দেন।

আরও পড়ুন:কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, ১০ হাজার শিক্ষক নিয়োগ আদৌ প্রয়োজন? প্রশ্ন বিচারপতি বসুর
সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ। পরীক্ষার আগে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। জরুরি ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলে স্কুলে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে।
পাশাপাশি তিনি জানান,এ বছর মোট ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে প্রধান পরীক্ষক রয়েছেন ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার পরিদর্শক থাকছেন। মোট ১২২৬টি সেন্টারের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া। সেইসকল পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। সেইসঙ্গে তিনি নিজে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করবেন।


এদিকে, ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছেন বিনয় তামাং। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি এই বনধকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, এ বছর দার্জিলিঙ থেকে মাধ্যমিকে বসতে চলেছে ৫৩২৯ জন পড়ুয়া। কালিম্পঙ থেকে ৩৪৩৯ জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের জন্য ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিনয় তামাং ।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version