রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগের জন্য অ্যাপটিটিউড টেস্টে (Test) নিতে আসা ইন্টারভিউয়াররাই জানেন না কীভাবে সেই পরীক্ষা নিতে হয়! এমনকী, তাঁরা ইংরাজিও বোঝেন না। এই তথ্য জেনে স্তম্ভিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
মঙ্গলবার, ২০১৪ এর প্রাথমিক প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণকারী অর্থাৎ পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই এই বিষয়টি প্রকাশ্যে আসে যা দেখে ফের ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলার মুখে শিক্ষা কমিশন নিযুক্ত ৩০ জন জানালেন, অ্যাপটিটিউড টেস্ট বিষয়টা তাঁদের কাছে স্পষ্ট নয়। যাঁরা শিক্ষক নিয়োগের পরীক্ষায় ইন্টারভিউ নিচ্ছেন, তাঁদের জ্ঞানের বহর দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। পরীক্ষকদের একজনই নাকি প্রথমেই জানিয়ে দেন, তিনি ইংরেজি জানেন না। বাংলায় তাঁকে প্রশ্ন করতে হবে। শুনে হতবাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, পরীক্ষকদের বিদ্যার দৌড় নিয়েই।
আরও পড়ুন- থেমে গেল মোহিনীআট্টমের ছন্দ, প্রয়াত নৃত্যশিল্পী ডাক্তার কনক রিলে