Tuesday, November 4, 2025

বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ সংস্থা। জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত ১ হাজার বাস চালাবে। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার সময় ৫৫ থেকে ৬০টি অতিরিক্ত বাস পরিষেবা থাকবে শহরের গুরুত্বপূর্ণ বাস ডিপোগুলিতে। যাদবপুর, হাওড়া, জোকা, ঠাকুরপুকুর, নিউটাউন, ও বারাকপুরের মতো ডিপোগুলিতে থাকবে এই অতিরিক্ত বাসের পরিষেবা। হাওড়া ও এসপ্ল্যানেড ডিপোতে অতিরিক্ত বাস রিজার্ভ করা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের তরফে বাস পরিষেবা বজায় থাকবে। একইসঙ্গে পরিবহণ দফতরের নির্দেশ, দূরের রুটের ক্ষেত্রে স্টপেজ না থাকলেও ছাত্রছাত্রীদের জন্য বাস থামাতে হবে।

একইসঙ্গে মেট্রো রেল জানিয়েছে, পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে  যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

পূর্ব রেল  ছাত্রছাত্রীদের জন্য বেশকিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যাবস্থা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ইএমইউ-এমইএমইউ ট্রেন পলতা, কাঁকিনাড়া ও পায়রাডাঙার মতো স্টেশনগুলিতে সকাল ১টা থেকে ১১.৪৫ মিনিট ও বিকেল ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত থামবে।

এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version