Thursday, August 21, 2025

বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ সংস্থা। জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত ১ হাজার বাস চালাবে। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার সময় ৫৫ থেকে ৬০টি অতিরিক্ত বাস পরিষেবা থাকবে শহরের গুরুত্বপূর্ণ বাস ডিপোগুলিতে। যাদবপুর, হাওড়া, জোকা, ঠাকুরপুকুর, নিউটাউন, ও বারাকপুরের মতো ডিপোগুলিতে থাকবে এই অতিরিক্ত বাসের পরিষেবা। হাওড়া ও এসপ্ল্যানেড ডিপোতে অতিরিক্ত বাস রিজার্ভ করা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের তরফে বাস পরিষেবা বজায় থাকবে। একইসঙ্গে পরিবহণ দফতরের নির্দেশ, দূরের রুটের ক্ষেত্রে স্টপেজ না থাকলেও ছাত্রছাত্রীদের জন্য বাস থামাতে হবে।

একইসঙ্গে মেট্রো রেল জানিয়েছে, পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে  যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

পূর্ব রেল  ছাত্রছাত্রীদের জন্য বেশকিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যাবস্থা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ইএমইউ-এমইএমইউ ট্রেন পলতা, কাঁকিনাড়া ও পায়রাডাঙার মতো স্টেশনগুলিতে সকাল ১টা থেকে ১১.৪৫ মিনিট ও বিকেল ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত থামবে।

এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version