Wednesday, November 5, 2025

 ভাষা আন্দোলন নিয়ে নতুন বাংলা চলচ্চিত্র ! কী বলছেন গাজি আব্দুন নূর

Date:

কেটে গেল ৭১ বছর, পদ্মা আর গঙ্গা দিয়ে বয়ে গেল অনেক জল কিন্তু ভাষা আন্দোলন এর উপর ভিত্তি করে সেভাবে বাংলা চলচ্চিত্র তৈরি হল না। হাতে গোনা খান তিনেক ছবি, আর বড় জোর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোতে হাতেগোনা কয়েকটি বিশেষ নাটক আর আলোচনা। ভারত হোক বা বাংলাদেশ ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতেও সেভাবে মুক্তি পেল না ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া কোনও পূর্ণদৈর্ঘ্য-এর বাংলা চলচ্চিত্র। তবে গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor) তাঁর সমাজ মাধ্যমের পোস্টে (Social Media Post)এবার আশার আলো দেখিয়েছেন সকলকে। তিনি এক দিন আগেই একটি পোস্ট করেছেন যেখানে লিখেছেন, “মহান ভাষা আন্দোলন-এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’।

২১ ফেব্রুয়ারি কিংবা ভাষার মাসকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না কোনও চলচ্চিত্র! ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি বিশেষ ছবি ২১ তারিখ মুক্তির কথা থাকলেও অনিবার্য কারণে তা হচ্ছে না। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সর্বশেষ ছবি বানিয়েছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ নামের ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে বহুল প্রশংসিত।

এবার ভাষা আন্দোলনের খুঁটিনাটি তুলে ধরতে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) অনুদানে নির্মিত হচ্ছে ‘ভাষার জন্য মমতাজ’। নাম ভূমিকায় নিপুন আক্তার (Nipun Akhtar)। মান্নাফের ভূমিকায় গাজি আব্দুন নূর (Gazi Abdun Noor)। পশ্চিমবঙ্গে জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তিনি রাজচন্দ্রের চরিত্রে দুই বাংলার মন জয় করেছেন। অভিনয় নিয়েই পড়াশোনা করেছেন নূর। কিন্তু দিতিপ্রিয়ার সঙ্গে ধারাবাহিকের পর কলকাতায় আর তেমন ভাবে তাঁকে কাজ করতে দেখেননি দর্শক।

এবার ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হতে চলা বাংলাদেশের নতুন বাংলা চলচ্চিত্রে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা গাজী আব্দুন নূর (Gazi Abdun Noor)। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় থাকছেন সারোয়ার তামিজউদ্দিন। ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়ে গতকাল যে পোস্ট করেছেন নূর সেখানে একটি বিশেষ শিল্পকর্মের জন্য মন্দিরা আচার্যকে ধন্যবাদও দিয়েছেন অভিনেতা।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version