Wednesday, August 13, 2025

ফের বি*স্ফোরক বিশ্বভারতীর উপাচার্য! আশ্রমিকদের ‘বুড়ো খোকা, অর্ধশিক্ষিত’ বলে কটাক্ষ

Date:

আবারও সংবাদের শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য।এবার সরাসরি আশ্রমিকদের ‘বুড়ো খোকা’ বলে আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে আশ্রমিকদের ‘অর্ধশিক্ষিত ও ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, আশ্রমিকরা বিশ্বভারতীকে কলুষিত করেছেন বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন:আশ্রমিক-প্রাক্তনীদের “ভোগী” বললেন বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা কটাক্ষও শুনলেন বিদ্যুৎ
এর আগেও বহুবার আশ্রমিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনকী অমর্ত্য সেনের নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তারইমধ্যে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগে আজ উপাসনা মন্দিরে বক্তব্য রাখতে গিয়ে আশ্রমিকদের নাম না করে কটাক্ষ করেন তিনি।
এদিন উপাসনা মন্দিরে ঢুকে উপাচার্য দাবি করেন, আশ্রমিক, রাবীন্দ্রিক নানা নামে তাঁরা বিশ্বভারতীকে কলুষিত করে চলেছেন। তাঁদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, “এরা নিজেদের পরিচিতি পাওয়ার জন্য পরিকল্পিতভাবে বিশ্বভারতীকে কলুষিত করছেন। এদের অনেকেই অল্পশিক্ষিত, অশিক্ষিত। বুড়ো খোকারা বিশ্বভারতীতে একটা মৌরসী পাট্টা গড়ে তোলার মতলব করেছে।”

যে বিশ্বভারতীর উপাসনা মন্দিরে বসে প্রাক্তনী, আশ্রমিক এবং রাবীন্দ্রিকরা নানা বিষয়ে মতবিনিময় করেন
, সেই উপাসনা মন্দিরে বসেই আশ্রমিকদের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন,” প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকরা ভোগবাদী। বিশ্বভারতীতে সবাই নিজের নিজের আখেড় গোছাতে আছে। কেউ দায়িত্ব নিতে চায় না। ২০১৯ সালে আমি প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকদের বিশ্বভারতীর উন্নয়নে এগিয়ে আসতে বলেছিলাম। তাঁদের কারও সাড়া পাওয়া যায়নি।”

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version