Wednesday, December 17, 2025

ফের বি*স্ফোরক বিশ্বভারতীর উপাচার্য! আশ্রমিকদের ‘বুড়ো খোকা, অর্ধশিক্ষিত’ বলে কটাক্ষ

Date:

আবারও সংবাদের শিরোনামে বিশ্বভারতীর উপাচার্য।এবার সরাসরি আশ্রমিকদের ‘বুড়ো খোকা’ বলে আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে আশ্রমিকদের ‘অর্ধশিক্ষিত ও ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, আশ্রমিকরা বিশ্বভারতীকে কলুষিত করেছেন বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন:আশ্রমিক-প্রাক্তনীদের “ভোগী” বললেন বিশ্বভারতীর উপাচার্য, পাল্টা কটাক্ষও শুনলেন বিদ্যুৎ
এর আগেও বহুবার আশ্রমিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনকী অমর্ত্য সেনের নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তারইমধ্যে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগে আজ উপাসনা মন্দিরে বক্তব্য রাখতে গিয়ে আশ্রমিকদের নাম না করে কটাক্ষ করেন তিনি।
এদিন উপাসনা মন্দিরে ঢুকে উপাচার্য দাবি করেন, আশ্রমিক, রাবীন্দ্রিক নানা নামে তাঁরা বিশ্বভারতীকে কলুষিত করে চলেছেন। তাঁদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, “এরা নিজেদের পরিচিতি পাওয়ার জন্য পরিকল্পিতভাবে বিশ্বভারতীকে কলুষিত করছেন। এদের অনেকেই অল্পশিক্ষিত, অশিক্ষিত। বুড়ো খোকারা বিশ্বভারতীতে একটা মৌরসী পাট্টা গড়ে তোলার মতলব করেছে।”

যে বিশ্বভারতীর উপাসনা মন্দিরে বসে প্রাক্তনী, আশ্রমিক এবং রাবীন্দ্রিকরা নানা বিষয়ে মতবিনিময় করেন
, সেই উপাসনা মন্দিরে বসেই আশ্রমিকদের ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করলেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন,” প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকরা ভোগবাদী। বিশ্বভারতীতে সবাই নিজের নিজের আখেড় গোছাতে আছে। কেউ দায়িত্ব নিতে চায় না। ২০১৯ সালে আমি প্রাক্তনী, আশ্রমিক, রাবীন্দ্রিকদের বিশ্বভারতীর উন্নয়নে এগিয়ে আসতে বলেছিলাম। তাঁদের কারও সাড়া পাওয়া যায়নি।”

 

 

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version