Wednesday, November 5, 2025

সাধারণ মানুষকে নিঃস্বার্থ পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবার নতুন উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের। দুয়ারে সরকার প্রকল্পে অন্যান্য পরিষেবা দেওয়ার পাশাপাশি গ্রামবাসীকে আইনি পরামর্শ দিতে উদ্যোগী হুগলির শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের (Sreerampur Uttarpara block) কানাইপুর (Kanaipur) গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি গ্রামবাসীদের পরামর্শ দিতে শহর থেকে আইনজীবীদের গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিন আগেই এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছে প্রস্তাব গৃহীত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আইনি পরামর্শ শিবির। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অচ্ছেলাল যাদব (Acchelal Yadav) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট (Kolkata High Court), হুগলি জেলা আদালত (Hooghly District Court) এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা উপস্থিত থাকবেন পরামর্শ শিবিরে। সকাল ১১টা থেকে শুরু হবে শিবির। প্রথম দিন উপস্থিত থাকবেন ১২ জন আইনজীবী। সূত্রের খবর, প্রথম দিন কানাইপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির করবেন হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা। তবে পরামর্শ নিতে নাম নথিভুক্তকরণ প্রয়োজন। এরপর নাম অনুযায়ী আবেদকদের ডাকা হবে।

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সাহায্যপ্রার্থীদের কথা এবং সংখ্যা মাথায় রেখেই পরামর্শ শিবিরের দিন বাড়ানো হবে। মাসের শেষ শনিবার দুয়ারে আইনি পরামর্শের শিবির চলবে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশের এলাকার সমস্ত মানুষ এই শিবিরের সুবিধা পাবেন।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version