Wednesday, May 7, 2025

দিল্লিতে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার অসম পুলিশের

Date:

রাইপুর যাওয়ার আগেই দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার(Arrest) করা হল কংগ্রেসের(Congress) বরিষ্ঠ নেতা পবন খেরাকে(Paban Khera)। এক এফআইআরের(FIR) ভিত্তিতে অসম পুলিশের একটি টিম দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) গিয়ে গ্রেফতার অরে তাঁকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, রাইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। যেখানে পবন খেরার পাশাপাশি উপস্থিত ছিলেন রণদীপ সিং সুরযেওয়ালা সহ অন্যান্য নেতারা। তবে বিমানে ওঠার পর হঠাৎ পবন খেরাকে বিমান থেকে নামতে বাধ্য করে দিল্লি পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয় অসম পুলিশের একটি দল। তাদের তরফে জানানো হয়, অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়েছে। কারণ পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় বিমান বন্দরেই তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা।

তবে কেন এই গ্রেফতার? অসম পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি যোগ বোঝাতে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করেন পবন খেরা। নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদির ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদি’ বলে আখ্যা দেন তিনি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে অসমে। যার জেরেই বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতায় বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস নেতাকে।

Related articles

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...
Exit mobile version