Saturday, November 8, 2025

দিল্লিতে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার অসম পুলিশের

Date:

রাইপুর যাওয়ার আগেই দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার(Arrest) করা হল কংগ্রেসের(Congress) বরিষ্ঠ নেতা পবন খেরাকে(Paban Khera)। এক এফআইআরের(FIR) ভিত্তিতে অসম পুলিশের একটি টিম দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) গিয়ে গ্রেফতার অরে তাঁকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, রাইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। যেখানে পবন খেরার পাশাপাশি উপস্থিত ছিলেন রণদীপ সিং সুরযেওয়ালা সহ অন্যান্য নেতারা। তবে বিমানে ওঠার পর হঠাৎ পবন খেরাকে বিমান থেকে নামতে বাধ্য করে দিল্লি পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয় অসম পুলিশের একটি দল। তাদের তরফে জানানো হয়, অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়েছে। কারণ পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় বিমান বন্দরেই তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা।

তবে কেন এই গ্রেফতার? অসম পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি যোগ বোঝাতে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করেন পবন খেরা। নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদির ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদি’ বলে আখ্যা দেন তিনি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে অসমে। যার জেরেই বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতায় বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস নেতাকে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version