Thursday, August 28, 2025

দিল্লিতে বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার অসম পুলিশের

Date:

রাইপুর যাওয়ার আগেই দিল্লিতে বিমান থেকে নামিয়ে গ্রেফতার(Arrest) করা হল কংগ্রেসের(Congress) বরিষ্ঠ নেতা পবন খেরাকে(Paban Khera)। এক এফআইআরের(FIR) ভিত্তিতে অসম পুলিশের একটি টিম দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) গিয়ে গ্রেফতার অরে তাঁকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল দিল্লি বিমানবন্দরে।

জানা গিয়েছে, রাইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিল্লি থেকে রওনা দিয়েছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। যেখানে পবন খেরার পাশাপাশি উপস্থিত ছিলেন রণদীপ সিং সুরযেওয়ালা সহ অন্যান্য নেতারা। তবে বিমানে ওঠার পর হঠাৎ পবন খেরাকে বিমান থেকে নামতে বাধ্য করে দিল্লি পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয় অসম পুলিশের একটি দল। তাদের তরফে জানানো হয়, অসম পুলিশের অনুরোধে দিল্লি পুলিশ পবন খেরাকে বিমান থেকে নামিয়েছে। কারণ পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর রয়েছে। এরপর পবন খেরাকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় বিমান বন্দরেই তুমুল ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্বরা।

তবে কেন এই গ্রেফতার? অসম পুলিশের তরফে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি যোগ বোঝাতে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করেন পবন খেরা। নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র দামোদর দাস মোদির ’ জায়গায় ‘নরেন্দ্র গৌতমদাস মোদি’ বলে আখ্যা দেন তিনি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, পবন খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে অসমে। যার জেরেই বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতায় বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে ওই কংগ্রেস নেতাকে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version