Thursday, November 13, 2025

দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayet Election) , যদিও দিনক্ষণ এখনও পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি। কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে রাজ্যের পরবর্তী নির্বাচন, তবে এসবের মাঝেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেখানেই দেখা গেল প্রায় এগারো শতাংশ  ভোটের বেড়েছে। আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন (State Election Commission)।

রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু কবে সে নির্বাচন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা করতে পারছেন না কেউই। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আগামী ২৭ ফেব্রুয়ারির আগে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তবে তার আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। ২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার প্রায় ১১.৫১% বেড়েছে। পরিসংখ্যান বলছে ২০১৮-র তুলনায় ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭ জন ভোটার বেড়েছে। পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার ১১৯ জন ভোটার। ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২ জন।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version