Tuesday, November 11, 2025

কেন বেঙ্গালুরুর  সংবর্ধনা মঞ্চ ছাড়লেন ১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তী বিয়ন বর্গ ! 

Date:

ভারতে খেলতে এসেছেন কিংবদন্তী টেনিস তারকা বিয়ন বর্গের ছেলে লিয়ো। তিনি বেঙ্গালুরু ওপেনে খেলছেন।সেই কারণে বেঙ্গালুরু এসেছেন বিয়ন বর্গ।সেই সুযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইয়া বিয়ন বর্গকে সংবর্ধনা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজও উপস্থিত ছিলেন। ১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিয়ন বর্গ সময়ের সঙ্গে তাল রেখে বরাবরই চলেন। তামাম দুনিয়া তা জানে।

এহেন টেনিস কিংবদন্তীকে সংবর্ধনা নেওয়ার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করালেন। তারপরও সম্মান জানাতে পারলেন না উদ্যোক্তারা।কারণ, মুখ্যমন্ত্রী যখন সেখানে পৌঁছন ততক্ষণে বর্গ অনুষ্ঠানস্থল ছেড়ে ছেলের খেলা দেখতে চলে গিয়েছেন। বরং বলা ভাল কর্নাটকের মুখ্যমন্ত্রীর  চরম উদাসীনতার জন্য অপমানিত হলেন বর্গ। আর তাই সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়লেন পাঁচটি উইম্বলডন  ও ছ’টি ফরাসি ওপেনে সিঙ্গলস খেতাবজয়ী এই প্রাক্তন তারকা। স্বভাবতই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার এমন আচরণের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টেনিসপ্রেমীরা।

কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তাদের দাবি, বেঙ্গালুরু ওপেন যেখানে হচ্ছে  তার কাছেই সংবর্ধনা দেওয়ার কথা ছিল বর্গকে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী এসে পৌঁছন সাড়ে এগারোটা নাগাদ।সুইডেনের বিশ্বখ্যাত টেনিস তারকা বর্গ অপেক্ষা করতে চাননি।

যদিও কর্নাটক রাজ্য টেনিস সংস্থার কর্তারা দাবি, বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা হচ্ছে! তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী একটি বিশেষ কাজে আটকে যাওয়ার জন্যই কিছুটা দেরি হয়েছে! বর্গের সঙ্গে দেখা না হলেও অমৃতরাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।অনেকটা সময় কেটে গেলেও, মুখ্যমন্ত্রীর দেখা না মেলায়, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা না নিয়েই মঞ্চ ছাড়েন বর্গ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে।

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version