Friday, August 29, 2025

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। এরইমাঝে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে নির্দেশিকা জারি করে সরিয়ে দেওয়া হল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে আরও জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার মধ্যে অন্য কোনও অফিসারকে এই থানার ওসির দায়িত্বে পাঠাতে হবে। পরবর্তী ওসিকে অন্য জেলা থেকে এখানে নিয়োগ করতে হবে।

জানা গিয়েছে, সাগরদিঘির ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল বাম ও কংগ্রেসের তরফে। কংগ্রেস কর্মী সাইদুর রহমানের গ্রেফতারির পর ওসির সঙ্গে শাসকদলের যোগের অভিযোগে সরব হয়ে ওঠে কংগ্রেস। অনুমান করা হচ্ছে যার জেরেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে ভোট। ২ মার্চ গণনা। ভোটের তিন দিন আগে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। উল্লেক্ষ্য সাগরদিঘিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা আগেই ঘোষণা করেছিল কমিশন। এবার ওই থানার ওসি বদল করল নির্বাচন কমিশন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version