Thursday, August 21, 2025

ফের দাম বাড়ছে পিঁয়াজের। রাষ্ট্রসংঘ (United Nations) ও বিশ্ব ব্যাংকের (World Bank) তরফে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম লাফিয়ে বাড়বে। বর্তমানে গোটা বিশ্ব খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের। আর আচমকা এমন মূল্যবৃদ্ধির ফলে পিঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে সবজি রফতানি বন্ধের পথেই হাঁটতে শুরু করেছে।

উল্লেখ্য, তুরস্ক (Turkey), মরক্কো, কাজখস্তান সহ একাধিক দেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপাতত সবজি রফতানি স্থগিত রাখতে চলেছে। আর সেই পথে পা-ও বাড়িয়েছে তারা। জানা গিয়েছে, নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুত রাখতেই এই সিদ্ধান্ত। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে। পাশাপাশি ব্রিটেনের বেশ কিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণও বেঁধে দেওয়া হয়েছে।

তবে কেন আচমকা সবজির আকাল দেখা দিল আন্তর্জাতিক বাজারে? এর নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ। একদিকে যেমন রয়েছে, গত মরশুমে স্পেন ও আফ্রিকার একাধিক অংশে প্রবল খরা তো অন্যদিকে রয়েছে পাকিস্তানের বন্যা ও মধ্য এশিয়ার প্রবল ঠাণ্ডা। পাশাপাশি রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরও। সবমিলিয়ে কৃষিকাজ ব্যহত হয়েছে এবং তার জেরেই মাত্রা ছাড়িয়েছে সব জিনিসের দাম। তবে ইতিমধ্যে সবজি খাওয়া কমিয়ে দিতে শুরু করেছেন নানা দেশের মানুষ। আগামী দিনে কতখানি ভয়াবহ আকার নেবে সবজির সমস্যা, তা নিয়ে আশঙ্কিত গোটা বিশ্ব।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version