Sunday, November 9, 2025

মাঠ থেকে পাহাড় চূড়া সঙ্গে চাইনিজ ডিশ: ময়দান কাঁপানো ৪ ‘রেফারি দিদির’ হাঁড়ির খবর

Date:

জয়িতা মৌলিক

চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়- ময়দানে চেনা নাম। না এঁরা এখন পায়ে বল (Ball) নিয়ে ছোটেন না। বরং ছোটান। এঁরা ময়দানের মহিলা রেফারি। ফিফা ওয়ার্ল্ড কাপে (World Cup) মহিলা রেফারিদের দেখেছে বিশ্ব। তবে, ইদানীং নয়, ১৯৯৫ থেকে ময়দানে তাঁদের অবাধ বিচরণ- জানালেন মিনতি রায়।

শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হল রেফারি ক্লাবের মাঠে। এখন বিশ্ববাংলা সংবাদ, জাগোবাংলা থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। আর মাঠে ম্যাচ পরিচালনা করেন চার ‘রেফারি দিদি‘ চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়। ‘এখন বিশ্ববাংলা সংবাদ‘-এর মুখোমুখি হয়ে চারজনই জানালেন পুরুষদের ফুটবলে রেফারি করতে আজ নয়, কোনও দিনই কোনও অসুবিধার সম্মূখীন হতে হয়নি।

চৈতালি চট্টোপাধ্যায় জানান, তাঁরা যখন এই প্রোফেশনে আসেন সেই সময় মহিলা রেফারিদের সংখ্যা বাংলার ময়দানে ছিল হাতে গোনা। কিন্তু সমস্যার সম্মূখীন হতে হয়নি। একই মত, রঞ্জনা চট্টোপাধ্যায়ের। তাঁর কথায় এক সময় চুটি ফুটবল খেলেছেন। এখন রেফারি। তাঁর সঙ্গে প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। চিত্রা রায় জানালেন, পরের প্রজন্মের মেয়েরাও আগ্রহী রেফারি হওয়ার ক্ষেত্রে। ফিফা ওয়ার্ল্ডকাপে মহিলা রেফারিরা এই পেশার গ্ল্যমার বাড়িয়ে দিয়েছেন বলে মত বাংলা ময়দানের চার রেফারি দিদি।

তবে, শুধু ফুটবল নয়, হকি থেকে ক্রিকেট সবেই আগ্রহী বলে জানালেন বর্ষীয়ান রেফারি মিনতি রায়। খেলার পাশাপাশি ট্রেকিং করেন এঁরা। ভালবাসেন বেড়াতে। দল বেঁধে প্রায় বেরিয়ে পড়েন ইতিউতি।

সংসার বলতে এই খেলার জগতের বন্ধুরাই। কারণ, ময়দানের এই রেফারি দিদিরা সবাই হ্যাপিলি সিঙ্গল। কিন্তু কেন! উত্তরে রঞ্জনার সরস জবাব, ময়দানের গ্যালারিতে এত দর্শক। সবাই যদি বিয়ে করতে চাইত! তাই আর কাউকেই বিয়ে করেননি তাঁরা। অবসর কাটে গান শুনে, আড্ডা দিয়ে রান্না করেন। চাইনিজ ডিশ রান্না করতে ভালবাসেন মিনতি। আর ভালবাসেন ময়দানের বন্ধুদের সহচার্য। মাঠের সবুজ এখন ছেড়ে যায়নি এই মহিলা রেফারিদের মনকে।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version