Friday, August 29, 2025

মাঠ থেকে পাহাড় চূড়া সঙ্গে চাইনিজ ডিশ: ময়দান কাঁপানো ৪ ‘রেফারি দিদির’ হাঁড়ির খবর

Date:

জয়িতা মৌলিক

চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়- ময়দানে চেনা নাম। না এঁরা এখন পায়ে বল (Ball) নিয়ে ছোটেন না। বরং ছোটান। এঁরা ময়দানের মহিলা রেফারি। ফিফা ওয়ার্ল্ড কাপে (World Cup) মহিলা রেফারিদের দেখেছে বিশ্ব। তবে, ইদানীং নয়, ১৯৯৫ থেকে ময়দানে তাঁদের অবাধ বিচরণ- জানালেন মিনতি রায়।

শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হল রেফারি ক্লাবের মাঠে। এখন বিশ্ববাংলা সংবাদ, জাগোবাংলা থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। আর মাঠে ম্যাচ পরিচালনা করেন চার ‘রেফারি দিদি‘ চৈতালি চট্টোপাধ্যায়, মিনতি রায়, রঞ্জনা চট্টোপাধ্যায়, চিত্রা রায়। ‘এখন বিশ্ববাংলা সংবাদ‘-এর মুখোমুখি হয়ে চারজনই জানালেন পুরুষদের ফুটবলে রেফারি করতে আজ নয়, কোনও দিনই কোনও অসুবিধার সম্মূখীন হতে হয়নি।

চৈতালি চট্টোপাধ্যায় জানান, তাঁরা যখন এই প্রোফেশনে আসেন সেই সময় মহিলা রেফারিদের সংখ্যা বাংলার ময়দানে ছিল হাতে গোনা। কিন্তু সমস্যার সম্মূখীন হতে হয়নি। একই মত, রঞ্জনা চট্টোপাধ্যায়ের। তাঁর কথায় এক সময় চুটি ফুটবল খেলেছেন। এখন রেফারি। তাঁর সঙ্গে প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। চিত্রা রায় জানালেন, পরের প্রজন্মের মেয়েরাও আগ্রহী রেফারি হওয়ার ক্ষেত্রে। ফিফা ওয়ার্ল্ডকাপে মহিলা রেফারিরা এই পেশার গ্ল্যমার বাড়িয়ে দিয়েছেন বলে মত বাংলা ময়দানের চার রেফারি দিদি।

তবে, শুধু ফুটবল নয়, হকি থেকে ক্রিকেট সবেই আগ্রহী বলে জানালেন বর্ষীয়ান রেফারি মিনতি রায়। খেলার পাশাপাশি ট্রেকিং করেন এঁরা। ভালবাসেন বেড়াতে। দল বেঁধে প্রায় বেরিয়ে পড়েন ইতিউতি।

সংসার বলতে এই খেলার জগতের বন্ধুরাই। কারণ, ময়দানের এই রেফারি দিদিরা সবাই হ্যাপিলি সিঙ্গল। কিন্তু কেন! উত্তরে রঞ্জনার সরস জবাব, ময়দানের গ্যালারিতে এত দর্শক। সবাই যদি বিয়ে করতে চাইত! তাই আর কাউকেই বিয়ে করেননি তাঁরা। অবসর কাটে গান শুনে, আড্ডা দিয়ে রান্না করেন। চাইনিজ ডিশ রান্না করতে ভালবাসেন মিনতি। আর ভালবাসেন ময়দানের বন্ধুদের সহচার্য। মাঠের সবুজ এখন ছেড়ে যায়নি এই মহিলা রেফারিদের মনকে।

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version