Sunday, November 9, 2025

আটে আট। টানা আটটি ডার্বি জয় এটিকে মোহনবাগানের। আইএসএলে টানা ছ’নম্বর ডার্বি জয়। কিন্তু এই জয়েও খুশি নন বাগান কোচ জুয়ান ফেরান্দো। কাজ এখনও বাকি রয়েছে বলে মনে করছেন জুয়ান। বললেন এই জয়ে ৫০ শতাংশ সন্তুষ্ট আমি। এছাড়াও ঘরের মাঠে প্লে-অফে ভাল পারফরম্যান্স করা এখন লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের।

ডার্বি জয়ের পরে এই নিয়ে ফেরান্দো বলেন, “দুটো বিষয় আমাদের মাথায় ছিল, সেটা হল ডার্বি জিতে তিন নম্বরে শেষ করা। ঘরের মাঠে প্লে-অফ খেলতে চেয়েছিলাম। এটা ছিল আমাদের বড় মোটিভেশন। আমাদের কাছে তিন নম্বর জায়গা পাওয়াটা খুবই ঝরুরি ছিল। সেটা পেয়েছি ঠিকই। কিন্তু আমি পুরোপুরি খুশি নই। ৫০ শতাংশ সন্তুষ্ট আমি। ”

ম্যাচ প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। ইস্টবেঙ্গল প্রথমার্ধে ভাল খেলেছিল। ওদের রক্ষণ অনেক জমাট ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি আক্রমণ করেছি। আক্রমণাত্মক ফুটবল খেলেছি। তাই জয় পেয়েছি।’’

এবার প্লে-অফে চোখ ফেরান্দোর। বাগান কোচ এই নিয়ে বলেন,‍‘‘এবার আসল লড়াই শুরু হবে। ঘরের মাঠে ম্যাচ খেলতে চেয়েছিলাম। সেটা হচ্ছে।”

ডার্বি জয়ের রেকর্ড নিয়ে জিজ্ঞাসা করা হল সবুজ-মেরুন কোচ বলেন, ‘‘রেকর্ড নিয়ে ভাবি না। আমরা পদ্ধতিতে বিশ্বাস করি। সঠিকভাবে কাজ করেই জয় পেয়েছি।’’
ডার্বি জিতলেও উৎসব করছেন না প্রীতম কোটাল। এই নিয়ে তিনি বলেন, ‘‘এখন উৎসব করার জায়গা নেই। আমাদের প্লে-অফ খেলতে হবে। সময় কম। আমরা সংগঠিত দল তা প্রমাণ করেছি। গত তিন মরশুম ধরে আমরা ডার্বি জিতছি।”

এদিকে ডার্বিতে এই প্রথম গোল করলেন দিমিত্রি ও স্লাভকো। ডার্বিতে গোল করার প্রসঙ্গে স্লাভকো বলেন, ‘‘প্রথমবার ডার্বি খেলতে নেমেই গোল করলাম। ডার্বি কথা শুনেছিলাম। উত্তেজনা দেখলাম। আমার পরেও দিমিত্রি প্রেত্রাতোস গোল করেছে। দল জিতেছে এটাই বড় কথা। গোটা দলের কৃতিত্ব।’’ দিমিত্রির কথায়,‍‘‘এই জয় আমার পরিবার ও সমর্থকদের উৎসর্গ করছি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version