Thursday, August 28, 2025

কোথাও থেকে তাঁর মুখে লাগাম পরানোর বার্তা এসেছে। কিন্তু তাও নিজেকে সামলাতে পারছেন না শিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanno)। রবিবার, কলকাতা প্রেসক্লাবে (Press Club) একটি অনুষ্ঠান যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর ক্ষোভ প্রকাশ করে ফেললেন শুভাপ্রসন্ন। আর তার উত্তরে কুণালের খোঁচা- শুভাকাণ্ডে ঘটনাক্রমের উপসংহার কী হয়েছে উনি তা জানেন। বয়স্ক মানুষ তাই বোধহয় রেগে আছেন।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভাপ্রসন্ন সারদা প্রসঙ্গ তুলে কুণালকে আক্রমণের চেষ্টা করেন। শিল্পীর ফের দাবি, বর্তমান রাজ্য সরকারের থেকে তিনি না কি কোনও পদ-সুবিধা নেননি। এর উত্তরে কুণাল ঘোষ বলেন, শুভাপ্রসন্নর মন্তব্যকাণ্ডের উপসংহার কী হয়েছে সেটা তিনি জানেন। কিন্তু সেই বিষয়ে সংবাদ মাধ্যমে জানাতে চান না তৃণমূল মুখপাত্র। সেই নিয়েই শুভাপ্রসন্ন বোধাহয় রেগে আছেন, বয়স্ক মানুষ- তীব্র খোঁচা কুণালের। কুণালের কথায়, তিনি যে সারদা মিডিয়ায় ছিলেন সেটা সারা বিশ্ব জানে। আর তাঁর যে সারদার কোনও বিষয়ে সাইনিং অথরিটি ছিল না- সেটাও সবার জানা। আসলে শুভাপ্রসন্ন একুশে ফেব্রুয়ারি মঞ্চ থেকে যা বলেছেন এবং তার পর ধারাবাহিকভাবে যেভাবে তৃণমূলের নেতা, তথা শাসকদল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের আক্রমণ করে যাচ্ছেন, তাতে শিল্পীর উপর চাপ এসেছে। কুণাল ঘোষের কথা থেকেই তা স্পষ্ট। সেটাই এখন হজম করতে পারছেন না শুভা। সেই কারণেই গোঁসা। আর মুখে ফসকে ফের মিডিয়ায় মন্তব্য।

এদিন, শুভাপ্রসন্ন দাবি করেন, তাঁর এক একটি ছবি নাকি ১০-১৫ লাখ টাকায় বিক্রি হয়। এই দাবি শুনে মোক্ষম খোঁচা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, উনি সত্যিই শিল্পী মানুষ। ভালো কাক এঁকেছেন, ১০-১৫ লাখ টাকা পেয়েছেন। এবার কোকিলের ছবি আঁকুন, ৩০ লক্ষ টাকা পাবেন!

আরও পড়ুন- ভেজা*লের দৌরাত্ম্য আটকাতে কড়া পদক্ষেপ নবান্নের !

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version