Friday, August 29, 2025

কোথাও থেকে তাঁর মুখে লাগাম পরানোর বার্তা এসেছে। কিন্তু তাও নিজেকে সামলাতে পারছেন না শিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanno)। রবিবার, কলকাতা প্রেসক্লাবে (Press Club) একটি অনুষ্ঠান যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর ক্ষোভ প্রকাশ করে ফেললেন শুভাপ্রসন্ন। আর তার উত্তরে কুণালের খোঁচা- শুভাকাণ্ডে ঘটনাক্রমের উপসংহার কী হয়েছে উনি তা জানেন। বয়স্ক মানুষ তাই বোধহয় রেগে আছেন।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভাপ্রসন্ন সারদা প্রসঙ্গ তুলে কুণালকে আক্রমণের চেষ্টা করেন। শিল্পীর ফের দাবি, বর্তমান রাজ্য সরকারের থেকে তিনি না কি কোনও পদ-সুবিধা নেননি। এর উত্তরে কুণাল ঘোষ বলেন, শুভাপ্রসন্নর মন্তব্যকাণ্ডের উপসংহার কী হয়েছে সেটা তিনি জানেন। কিন্তু সেই বিষয়ে সংবাদ মাধ্যমে জানাতে চান না তৃণমূল মুখপাত্র। সেই নিয়েই শুভাপ্রসন্ন বোধাহয় রেগে আছেন, বয়স্ক মানুষ- তীব্র খোঁচা কুণালের। কুণালের কথায়, তিনি যে সারদা মিডিয়ায় ছিলেন সেটা সারা বিশ্ব জানে। আর তাঁর যে সারদার কোনও বিষয়ে সাইনিং অথরিটি ছিল না- সেটাও সবার জানা। আসলে শুভাপ্রসন্ন একুশে ফেব্রুয়ারি মঞ্চ থেকে যা বলেছেন এবং তার পর ধারাবাহিকভাবে যেভাবে তৃণমূলের নেতা, তথা শাসকদল ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের আক্রমণ করে যাচ্ছেন, তাতে শিল্পীর উপর চাপ এসেছে। কুণাল ঘোষের কথা থেকেই তা স্পষ্ট। সেটাই এখন হজম করতে পারছেন না শুভা। সেই কারণেই গোঁসা। আর মুখে ফসকে ফের মিডিয়ায় মন্তব্য।

এদিন, শুভাপ্রসন্ন দাবি করেন, তাঁর এক একটি ছবি নাকি ১০-১৫ লাখ টাকায় বিক্রি হয়। এই দাবি শুনে মোক্ষম খোঁচা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, উনি সত্যিই শিল্পী মানুষ। ভালো কাক এঁকেছেন, ১০-১৫ লাখ টাকা পেয়েছেন। এবার কোকিলের ছবি আঁকুন, ৩০ লক্ষ টাকা পাবেন!

আরও পড়ুন- ভেজা*লের দৌরাত্ম্য আটকাতে কড়া পদক্ষেপ নবান্নের !

 

 

 

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version