Sunday, May 4, 2025

ক্রমাগত দাপট চওড়া করছে অ্যাডিনো (Adeno Virus), কলকাতা (Kolkata) জুড়ে বাড়ছে আতঙ্ক। স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) তরফে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ করা হয়েছে। চিন্তায় চিকিৎসক মহল। সর্দি কাশি থেকে শুরু করে ভয়ানক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে শিশুদের। বেশিরভাগের অবস্থাই চিন্তায় ফেলছে স্বাস্থ্য ভবনকে। শনিবার রাতে বি সি রায় শিশু হাসপাতালে হাওড়ার উদয়নারায়ণপুরের ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায়,গত ২ ফেব্রুয়ারি তাঁর জ্বর আসায় সঙ্গে সঙ্গে তাকে বি সি রায় হাসপাতালে (B C Roy Child Hospital)ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়া দিয়ে ১১ ফেব্রুয়ারি সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। তিনদিন যেতে না যেতেই ১৪ ফেব্রুয়ারি ফের জ্বর আসে তার। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে বি সি রায় হাসপাতালে ভর্তি করেন কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।

শিশুমৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। রবিবার সকালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে (National Medical College)প্রাণ হারায় নদিয়ার কল্যাণীর এক শিশু। শুধুমাত্র ওই হাসপাতালেই ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টে মারা গিয়েছে কমপক্ষে ১৬ জন শিশু। তার মধ্যে ২ জন অ্যাডিনো ভাইরাসে আ*ক্রান্ত হয়েছিল বলেও জানা গিয়েছে। অ্যাডিনো মোকাবিলায় সতর্ক পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। শনিবার দফায় দফায় বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা। স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী, শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ১০৩ ডিগ্রির উপর জ্বর হলে শিশুকে স্নান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রাও সবসময় খেয়াল রাখতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ বিশেষজ্ঞদের।

 

Related articles

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...
Exit mobile version