Friday, November 14, 2025

চাকরিপ্রার্থীদের ‘ওয়েটিং লিস্ট’ নিয়ে ক*ড়া নির্দেশ হাইকোর্টের

Date:

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)নিয়ে এবার বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)বলেন, গ্ৰুপ ডি (Group- D)বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের যে ওয়েটিং লিস্ট রয়েছে, তার স্বচ্ছতার বিষয়ে SSC-কে আরও সতর্ক হতে হবে। তাঁর মন্তব্য, “ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো শুদ্ধ নয়। তাতেও কারচুপি থাকতে পারে।” বিচারপতির এই মন্তব্যের জেরে ফের শুরু হয়েছে জল্পনা।

২০২২ সাল থেকেই চর্চার মধ্যে স্কুল সার্ভিস কমিশন। বারবার দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে । শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ ডি নিয়োগ, আদালতের চোখ রাঙানির জেরে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে পর্ষদকেও। এর আগে গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় তিনি ঐ কর্মীদের বেতনও ফেরত দেওয়ার কথা জানান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিচ্যুত গ্রুপ ডি কর্মীরা। ডিভিশন বেঞ্চে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই শূন্যপদগুলিতে ওয়েটিং লিস্ট থেকে নতুন এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কমিশন। এবার সেই প্রার্থীদের তালিকা নিয়েও কমিশনকে সতর্ক হতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন এই তালিকা যাতে ত্রুটিপূর্ণ না হয় সেইদিকে কড়া নজর না দিলে ভবিষ্যতে আরও বিপাকে পড়তে পারে কমিশন।

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version