Wednesday, August 27, 2025

“দেশে আগুন জ্বালাতে চান?” ঐতিহাসিক স্থানের নাম বদলে বিজেপিকে তোপ শীর্ষ আদালতের

Date:

একের পর এক দেশের রেল স্টেশন ও ঐতিহাসিক স্থানের(Historical Place) নাম বদল করে চলেছে বিজেপি সরকার(BJP Govt)। এই নাম বদলকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে নয়া কমিশন গঠনের দাবিতে শীর্ষ আদালতে(Supreme Court) দায়ের হয়েছিল মামলা। এক বিজেপি নেতার দায়ের করা সেই মামলা খারিজ করার পাশাপাশি কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করলেন সুপ্রিম বিচারপতি। সোমবার শীর্ষ আদালত জানালো, “অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে দেশে আগুন জ্বালাতে চান।”

‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। তাঁর দাবি ছিল, দেশের একাধিক শহর ও ঐতিহাসিক স্থানের নামকরন করা হয়েছে আক্রমণকারীদের নামে। এই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। এবং সেই শহর ও ঐতিহাসিক স্থানের আসল নাম খুঁজে বের করা হোক। গঠিত হোক নাম বদল কমিশন। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। তবে ওই বিজেপি নেতার আবেদন খারিজ করে দেওয়ার পাশাপাশি সুপ্রিম বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ জানায়, “হিন্দু ধর্ম জীবনধারনের একটা অঙ্গ, এর মধ্যে কোনও গোঁড়ামি নেই। সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে আপনারা গোটা দেশে আগুন লাগাতে চান?” পাশাপাশি আরও বলা হয়, “এমনভাবে অতীত খুঁজতে যাবেন না, যাতে দেশে বিভেদ বাড়ে। এসবের বাইরে কি আমাদের দেশে অন্য কোনও সমস্যা নেই?”

এখানেই না থেকে শীর্ষ আদালত আরও জানায়, “ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশ ইতিহাসের কারাগারে বন্দি থাকতে পারে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। আমাদের দেশ বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল, এটা ঠিকই। কিন্তু আমরা ইতিহাস মুছে ফেলতে পারি না। শুধু রাস্তা, স্মৃতি সৌধ, ফলকের নামবদল করে কি ইতিহাসকে পালটানো যায়?” মামলাকারীকে তোপ দেগে আদালত আরও জানায়, ” এই ধরনের মামলা করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করবেন না। কোনও একটি ধর্মের কথা নয়, মাথায় রাখুন দেশের কথা।” এরসঙ্গেই বিচারপতি জোসেফ বলেন, “আমার রাজ্য কেরালায় চার্চ বানানোর জন্য জমি দিয়েছিলেন একজন হিন্দু রাজা। আমি নিজে খ্রিস্টান, কিন্তু আমি হিন্দুধর্মের সমান ভক্ত। অধিবিদ্যার বিচারে হিন্দু ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত।”

উল্লেখ্য, মুঘল গার্ডেনের নাম বদলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নাম দেওয়া হয়েছে ‘অমৃত উদ্যান’। এর আগে বহু ইমারত, রাস্তা, স্টেশন এমনকি শহরের নাম বদলেছে মোদী সরকার। সেগুলির পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মুঘল জমানা। উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে কর্তব্যপথ। ইলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে বিজেপি নেতার নামবদল সংক্রান্ত আবেদন খারিজ করল শীর্ষ আদালত।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version