Sunday, November 16, 2025

উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ, জারি ২০ দফা গাইডলাইন

Date:

প্রশ্নপত্র ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কড়া পদক্ষেপ নেওয়া হল। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার ২০ দফা গাইডলাইন জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এই নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে কোনও ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার, ইন-চার্জ এবং সেক্রেটারিকে মোবাইল সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের ভিতর কোনও ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেলে, তাঁর সব পরীক্ষা বাতিল করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে মোবাইল ফোনও।

কেউ মোবাইল নিয়ে ঢুকছেন কিনা, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে গেটের বাইরে থাকা পুলিশকর্মীদের। মোবাইল ফোন কোনও পরীক্ষার্থীর কাছে নেই, এটা নিশ্চিত হওয়ার পরেই প্রশ্নপত্র বিলি করা হবে।

সংসদ জানিয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেলে, কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী, কেন্দ্রের বাইরে যেতে পারবেন না।

এ বছর ২৩৫টি স্কুলকে সংবেদনশীল কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলির মূল গেটে মেটাল ডিটেক্টর বসানো থাকবে। পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র রয়েছে কি না, তা মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হবে।

গাইডলাইনে সংসদ আরও জানিয়েছে, প্রতিটি ঘরে ২ জন করে শিক্ষক নজরদারি চালাবেন। নজরদারির কাজে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

কোনও স্কুলে ভাঙচুর, টোকাটুকি, বিশৃঙ্খলার ঘটনা ঘটলে, অভিযুক্তদের স্কুলের উচ্চ মাধ্যমিকের ফল স্থগিত রাখা হবে। সেই স্কুলের স্বীকৃতিও বাতিল করা হতে পারে।

প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষাকেন্দ্রের সুরক্ষার দায়িত্বে থাকা সুপারভাইজারের কাছে।  পুলিশ কর্মী এবং সংসদের প্রতিনিধির সামনে প্রশ্নপত্র খুলবেন সুপারভাইজার।  পরীক্ষাকেন্দ্রে কোনও রকম অশান্তি হলে, তার জন্য তিনিই দায়ী থাকবেন।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টেও জামিন অধরা, কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা মনীশ সিসোদিয়ার

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version