Wednesday, August 27, 2025

মাসিহা কলকাতা পুলিশ, কৃতজ্ঞতা জানালেন মাধ্যমিক পরীক্ষার্থী

Date:

Share post:

আর একটু পরেই পরীক্ষা। কিন্তু ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে পরীক্ষার্থী। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। নিজের গাড়িতে পরীক্ষার্থীকে বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে পরীক্ষার্থীর মাসিহা হয়ে উঠলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মা*ন্তিক পরিণতি পরীক্ষার্থীর
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা ১০ নাগাদ আরজি কর রোডে ডিউটি করছিলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। এমএন গাঙ্গুলি রোড মোড়ের কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়ে কাঁদছে। দেখেই বুঝতে পারেন, কোন বিপদে পড়েছে মেয়েটি। কী হয়েছে জানতে চাওয়ায় ইন্সপেক্টরকে সে জানায়, পরীক্ষার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে, এখন আর ফিরে গিয়ে নিয়ে আসার সময়ও নেই।

এরপর আর সময় নষ্ট না করে দ্রুত আদর্শ বালিকা বিদ্যালয়ের সেই ছাত্রীকে নিজের গাড়িতে বসিয়ে ঘোষ বাগান লেনে তার বাড়িতে হাজির হন। ছাত্রীটি অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে এলে ফের একবার গাড়ি করে তাকে পৌঁছে দেন মিল্ক কলোনি এলাকায় শ্রী রামকৃষ্ণ সারদা সঙ্ঘে তার পরীক্ষাকেন্দ্রে। ততক্ষণে পরীক্ষা শুরু হয় হয়।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা‌র্থীদের হাতে পৌঁছয় সকাল ১১টা ৪৫ মিনিটে। মিনিট পনেরো তা পড়ে দেখার সুযোগ পায় পরীক্ষার্থীরা। এর পর বেলা ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। ফলে তার আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোই বাঞ্চনীয়।তারমধ্যেই পরীক্ষাকেন্দ্রে ওই ছাত্রীকে পৌঁছে দেন পার্থবাবু।
সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রীটির পরিবার এবং সে নিজেও।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...