Friday, December 19, 2025

মাসিহা কলকাতা পুলিশ, কৃতজ্ঞতা জানালেন মাধ্যমিক পরীক্ষার্থী

Date:

Share post:

আর একটু পরেই পরীক্ষা। কিন্তু ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে পরীক্ষার্থী। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। নিজের গাড়িতে পরীক্ষার্থীকে বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে পরীক্ষার্থীর মাসিহা হয়ে উঠলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মা*ন্তিক পরিণতি পরীক্ষার্থীর
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা ১০ নাগাদ আরজি কর রোডে ডিউটি করছিলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। এমএন গাঙ্গুলি রোড মোড়ের কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়ে কাঁদছে। দেখেই বুঝতে পারেন, কোন বিপদে পড়েছে মেয়েটি। কী হয়েছে জানতে চাওয়ায় ইন্সপেক্টরকে সে জানায়, পরীক্ষার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে, এখন আর ফিরে গিয়ে নিয়ে আসার সময়ও নেই।

এরপর আর সময় নষ্ট না করে দ্রুত আদর্শ বালিকা বিদ্যালয়ের সেই ছাত্রীকে নিজের গাড়িতে বসিয়ে ঘোষ বাগান লেনে তার বাড়িতে হাজির হন। ছাত্রীটি অ্যাডমিট কার্ড নিয়ে ফিরে এলে ফের একবার গাড়ি করে তাকে পৌঁছে দেন মিল্ক কলোনি এলাকায় শ্রী রামকৃষ্ণ সারদা সঙ্ঘে তার পরীক্ষাকেন্দ্রে। ততক্ষণে পরীক্ষা শুরু হয় হয়।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা‌র্থীদের হাতে পৌঁছয় সকাল ১১টা ৪৫ মিনিটে। মিনিট পনেরো তা পড়ে দেখার সুযোগ পায় পরীক্ষার্থীরা। এর পর বেলা ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। ফলে তার আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোই বাঞ্চনীয়।তারমধ্যেই পরীক্ষাকেন্দ্রে ওই ছাত্রীকে পৌঁছে দেন পার্থবাবু।
সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রীটির পরিবার এবং সে নিজেও।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...