Saturday, November 15, 2025

থাকলেন শুধু ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই হিসেব নব্বই দশকে বেড়ে ওঠা প্রজন্মের। যাঁদের কাছে ইন্টারনেট ছিল না। ক্লিক করলেই খেলার জগৎ হাতের মুঠোয় আসেনি।ইউরোপের ক্লাব ফুটবল তখনো এত জনপ্রিয় হয়ে ওঠেনি। যাবতীয় আগ্রহ বিশ্বকাপ ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই আগ্রহ মেটাতে গিয়ে কিশোর চোখগুলো বারবার চারটি নামে আটকে গেছে—পেলে, ডিয়েগো মারাদোনা, জাঁ ফঁতে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

এই চার কিংবদন্তীর দুজন পেলে আর মারাদোনা আগেই ইহলোক ত্যাগ করেছেন। আজ চলে গেলেন জাঁ ফঁতে। রয়ে গেলেন বেকেনবাওয়ার।

ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাঁ ফঁতে-র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ফুটবল জীবনে ‘গোলমেশিন’ নামে বিখ্যাত ছিলেন ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। যা আজও একটি বিশ্বকাপের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। দীর্ঘ ৬৫ বছর পরও এই নজির বিশ্বের আর কোনও ফুটবলার ভাঙতে পারেননি।
জাতীয় দলের জার্সিতে ২১ ম্যাচে ৩০টি গোল করেছেন ফঁতে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্স ফুটবল দলের অপরিহার্য সদস্য। ক্লাব ফুটবলেও প্রচুর গোল করেছেন ফঁতে। তিনি সবথেকে বেশি খেলেছেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। টানা ছ’মরশুম। এই সময়ে ১৩১ ম্যাচে ১২২টি গোল করেছেন। ফরাসি লিগে সব মিলিয়ে ২০০ ম্যাচে ১৬৫ গোল করেছেন ফঁতে।

চোটের জন্য মাত্র ২৮ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হন। অবসরের পরেও ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। এক বছর ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন তিনি। মরক্কো জাতীয় দলকেও কোচিং করিয়েছেন। এছাড়া পিএসজির মতো নামী ক্লাবেরও কোচ ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ফিফা।

 

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version