Saturday, November 15, 2025

থাকলেন শুধু ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই হিসেব নব্বই দশকে বেড়ে ওঠা প্রজন্মের। যাঁদের কাছে ইন্টারনেট ছিল না। ক্লিক করলেই খেলার জগৎ হাতের মুঠোয় আসেনি।ইউরোপের ক্লাব ফুটবল তখনো এত জনপ্রিয় হয়ে ওঠেনি। যাবতীয় আগ্রহ বিশ্বকাপ ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই আগ্রহ মেটাতে গিয়ে কিশোর চোখগুলো বারবার চারটি নামে আটকে গেছে—পেলে, ডিয়েগো মারাদোনা, জাঁ ফঁতে এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

এই চার কিংবদন্তীর দুজন পেলে আর মারাদোনা আগেই ইহলোক ত্যাগ করেছেন। আজ চলে গেলেন জাঁ ফঁতে। রয়ে গেলেন বেকেনবাওয়ার।

ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাঁ ফঁতে-র মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। ফুটবল জীবনে ‘গোলমেশিন’ নামে বিখ্যাত ছিলেন ফঁতে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৬ ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। যা আজও একটি বিশ্বকাপের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। দীর্ঘ ৬৫ বছর পরও এই নজির বিশ্বের আর কোনও ফুটবলার ভাঙতে পারেননি।
জাতীয় দলের জার্সিতে ২১ ম্যাচে ৩০টি গোল করেছেন ফঁতে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্স ফুটবল দলের অপরিহার্য সদস্য। ক্লাব ফুটবলেও প্রচুর গোল করেছেন ফঁতে। তিনি সবথেকে বেশি খেলেছেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। টানা ছ’মরশুম। এই সময়ে ১৩১ ম্যাচে ১২২টি গোল করেছেন। ফরাসি লিগে সব মিলিয়ে ২০০ ম্যাচে ১৬৫ গোল করেছেন ফঁতে।

চোটের জন্য মাত্র ২৮ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হন। অবসরের পরেও ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। এক বছর ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন তিনি। মরক্কো জাতীয় দলকেও কোচিং করিয়েছেন। এছাড়া পিএসজির মতো নামী ক্লাবেরও কোচ ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ফিফা।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version