Thursday, November 6, 2025

নাগেরবাজারের বহুতলে আ*গুন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল

Date:

ফের শহর কলকাতায় (Kolkata) বিধ্বংসী আগুন। বুধবার দুপুরে দমদমের (Dumdum) নাগেরবাজার (Nagerbazar) এলাকার ডায়মণ্ড সিটির (Diamond City) বহুতলে (High Rise Building) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দুপুর ৩টে নাগাদ নাগেরবাজারের ডায়মণ্ড সিটির ১৬ তলায় আগুন লাগার ঘটনা নজরে আসে বাসিন্দাদের। সেখান থেকেই গলগল করে বেরতে থাকে কালো ধোঁয়া। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (Fire Brigade)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে বহুতলের ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে দমকল বাহিনী। তাদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বিল্ডিংয়ে আগুন লেগে থাকতে পারে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তিনি।

ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে আবাসনের ১৬ তলার একটি ফ্ল্যাটের এসির মেশিনের উপর থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। ওই ফ্ল্যাটের অন্যান্য জানলা দিয়েও বেরিয়ে আসছে কালো ধোয়া। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ১০টি ইঞ্জিন। তবে আগুনের ভয়াবহতা দেখে ডায়মণ্ড সিটির বাসিন্দাদের ধারণা আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসতে পারে। আপাতত ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। বাইরে থেকে আগুনের উৎসস্থলে পৌঁছনোর জন্য ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ল্যাডার ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে।

ডায়মণ্ড সিটির বাসিন্দারা জানিয়েছেন, বুধবার দুপুর ৩টে নাগাদ ডায়মণ্ড সিটির ১৬ তলায় আচমকাই আগুন লেগে যায়। ঘটনায় সেখানে বসবাসকারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।

 

 

Related articles

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...

সকালে শীতের আমেজ, রাতে পারদ পতনের সম্ভাবনা!

শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে...

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...
Exit mobile version