আলিয়ার পর এবার ‘উরি’র অভিনেত্রী!ফোটোশিকারিদের উপর ক্ষোভে ফুঁসছেন ইয়ামিও।মিসেস কাপূরের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছিলেন ফোটোগ্রাফাররা। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া। ইয়ামির অভিযোগও সেই একই।তবে মুম্বইতে নয় হিমাচল প্রদেশে। এবার মুখ খুললেন তিনিও।
আরও পড়ুন:Entertainment:বিয়ের পর কেমন আছেন ‘শেরশাহ’ জুটি? জানালেন নবদম্পতি
নিজেকে অনুরাগী দাবি করে নায়িকার সঙ্গে ছবি তুলতে আসেন এক যুবক। এ দিকে ছবি তুলতে আসার অছিলায় অভিনেত্রীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের ভিডিয়ো না বলে রেকর্ড করেন ওই ব্যক্তি। সেই সময় বুঝতে পর্যন্ত পারেননি ইয়ামি।অভিনেত্রীর কথায়, “ছেলেটি এসে বলে ছবি তুলব। আমিও বাধা দিইনি, জানি ছোট জায়গা, তবে বুঝিনি যে ও ভিডিয়ো করছে। পরে দেখি ওই ভিডিয়ো ও সমাজমাধ্যমে পোস্ট করে দশ লক্ষেরও বেশি ভিউ পেয়েতে। এই ধরণের ঘটনা অত্যন্ত নিম্নরুচির পরিচয়”।