Tuesday, November 11, 2025

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করার নতুন প্রয়াস। মার্লিন গ্রুপ কলকাতায় নেচার ফটোগ্রাফিকে কেন্দ্র করে একটি আকর্ষণীয় উদ্যোগ শুরু করতে চলেছে। নাম- মার্লিন গ্রিন ফ্রেমস। এটি একটি পরিবেশ কেন্দ্রিক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং ওয়ার্কশপ।

এই ধরনের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ফটোগ্রাফি এমন একটি মাধ্যম, যেখানে ক্ষনিকের মূহুর্তকে একটি ফ্রেমে সংরক্ষণ করা যেতে পারে এবং হারিয়ে যাওয়া প্রকৃতিকে ক্যামেরার মাধ্যমে জিয়িয়ে রাখা সম্ভব হতে পারে। পাশাপাশি ফটোগ্রাফারদের সৃজনশীলতা এবং প্রতিভা তিলোত্তমাবাসীর সামনে উঠে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।

প্রিন্সটন ক্লাবে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন মিলন মন্ডল(বিভাগীয় বন কর্মকর্তা- দক্ষিণ ২৪ পরগনা), বনানী কক্কর ও প্রদীপ কক্কর (পরিবেশ সংরক্ষণবিদ) এবং পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার প্রণব বসুর মত বিশিষ্টরা। মার্লিন  এই উদ্যোগ নেওয়ার জন্য মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতার প্রশংসা করেন তারা। এছাড়া উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার পূবারুন বসু, এবং বিশাখা দত্ত। সমগ্র উদ্যোগের বিচারক রুপে নিজেদের দায়িত্ব সামলাবেন এই তরুC তারকারা।

অনুষ্ঠানে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন কর্মকর্তা মিলন কান্তি মন্ডল বলেন, মার্লিন এর  আগেও পরিবেশ নিয়ে অনেক কাজ করেছে। তাদের মতো এই উদ্যোগ যেন অন্যরা নেয়, সেটাই আমি চাই। এর ফলে পরিবেশ সচেনতা ও সংরক্ষণ বাড়বে।

মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতা বলেন, আমরা এই পরিবেশ কে সামনে রেখে ফটোগ্রাফি কনটেস্ট শুরু করতে এবং ফটোগ্রাফারদের দক্ষতা প্রদর্শন এবং প্রকৃতির সৌন্দর্যকে উদযাপন করার জন্য প্রবল উৎসাহি। এছাড়া ফটোগ্রাফারদের একটি প্ল্যাটফর্ম প্রদান করতে পেরে আনন্দিত। বর্তমান পরিস্থিতিতে, আমরা কর্মক্ষেত্রে চাপের কারণে ভার্চুয়াল জগতে ডুবে গেছি। আমি অনুভব করি যে প্রকৃতির মধ্যে বসবাস করেও তাকে খেয়াল রাখা সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া।

অভিনেতা বাদশা মৈত্র বলেন,  আমরা পরিবেশ কে বর্তমান সময়ে অনেকটাই অবহেলা করে চলেছি। পরিবেশ কেন্দ্রিক এই রকম ভাবনা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেকটাই ভাবাতে এবং পরিবেশ সচেনতা করতে সাহায্য করবে।

কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা সংলগ্ন অ্যাকোয়াভিলে ১১ এবং ১২ মার্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অভিনেতা বাদশা মৈত্র অ্যাকোয়াভিলেতে  প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিযোগিতা সকাল ৬টায় শুরু হবে এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত। ফটোগ্রাফি প্রতিযোগিতাটি সমস্ত দক্ষতার স্তর এবং ফটোগ্রাফির শৈলীর জন্য উন্মুক্ত, যার সামগ্রিক বিষয় হল প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরা।

এই প্রতিযোগিতায় ৫টি বিভাগ রয়েছে- ল্যান্ডস্কেপ,ম্যাক্রো, পাখি উদ্ভিদ ও প্রাণী, কর্মজীবন। বিচারক পূবারুন বসু এবং বিশাখা দত্ত প্রতিযোগীদের পাশে মেন্টর হিসাবে থাকবেন এবং গাইড করবেন। তারা ছবির মূল্যায়ন করবেন এবং বিজয়ীদের বিচার করবেন। ফটোগ্রাফি প্রতিযোগিতার পাশাপাশি ‘সনি’ ফটোগ্রাফারদের তাদের উন্নত ভাবনা, নতুন কৌশল এবং টিপস শিখতে সাহায্য করবে এবং তাদের নিয়ে ইন্টারেক্টিভ ওয়ার্কশপও পরিচালনা করবে।

অংশগ্রহণকারীরা সনি এবং পূবারুন বসুর মত বিশেষজ্ঞ ফটোগ্রাফারদের কাছ থেকে শেখার, প্রশ্ন জিজ্ঞাসা করার এবং তাদের দক্ষতা উন্নত করার সুযোগ পাবেন।  কর্মশালাটি শুধুমাত্র ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে।  সেরা ১০ বিজয়ীদের জন্য গ্রিন ফ্রেমের গ্র্যান্ড ট্রফি সহ নগদ পুরস্কার ও ইবিজা ফার্ন রিসোর্ট এবং স্পা এবং প্রিন্সটন ক্লাবের পক্ষ থেকে উপহার থাকবে। বিজয়ীদেরও সনি কর্পোরেশন কর্তৃক পুরস্কৃত করা হবে।

কনটেস্টে যোগদান করার শেষ তারিখঃ ৮ মার্চ ২০২৩। আগ্রহীরা নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করতে পারেনঃ https://forms.gle/zL4MgZivEuz41jGN9 ।
সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নং এবং ইমেইল এ- ৮৩৩৭০৪৪৫৮৭ / merlingreenframe@gmail.com

 

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version