Wednesday, August 20, 2025

ছোট রাজ্যকে ঘৃ*ণা কংগ্রেসের: ৩ রাজ্যে ভোটের ফল প্রকাশের পরে কটাক্ষ মোদির

Date:

মেঘালয় (Megalaya), নাগাল্যান্ড (Nagaland), ত্রিপুরা (Tripura)-এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election) কোথাও সুবিধা করতে পারিনি কংগ্রেস তাদের তুলনায় ভালো অবস্থায় বিজেপি। ত্রিপুরায় সরকার গঠনের জায়গা রয়েছে তারা। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে আক্রমণ করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাদের মন্তব্য ছিল ছোট রাজ্যের জয় নিয়ে বেশি মাতামাতি করা ঠিক নয়। কংগ্রেসের এই মন্তব্য নিয়ে পাল্টা প্রবল আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে (Delhi) বিজেপির সদর দফতরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই রাজ্যগুলিকে ছোট বলে অবজ্ঞা করেছেন। নির্বাচনের ফল আসল বিষয় নয়। আসলে এই রাজ্যগুলিকে কোনও গুরুত্ব দিতেই রাজি নয় কংগ্রেস। এই মন্তব্য প্রমাণ করে, তাদের ভারত জোড়োর উদ্দেশ্য আসল ছিল না। আর তারা ছোটদের ঘৃণা করে। আপনাদের এই ঘৃণা ভবিষ্যতে আপনাদের অবস্থা আরও খারাপ করবে।”

এদিন নরেন্দ্র মোদির ভাষণের বেশিরভাগ তিরই ছিল কংগ্রেসের দিকে তাক করা। নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস আমাদের বেনিয়া পার্টি, শেহরি মিডল ক্লাস পার্টি বলে ডাকত ও অপমান করত। কিন্তু এখন গোটা ভারত এই দলকে বিশ্বাস করছে। এমনকী আমরা দেখতে পাচ্ছি গুজরাটের পিছিয়ে পড়া সম্প্রদায়, উপজাতি অধ্যুষিত এলাকার মানুষরাও আমাদের দলকে সমর্থন জানাচ্ছেন। নাগাল্যান্ড ও মেঘালয়ে যেখানে ক্রিশ্চান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রচুর সেখানেও বিজেপিকে প্রচুর মানুষ সমর্থন করছে।”

উত্তর পূর্বের রাজ্যে বাম কংগ্রেস জোট নিয়োগ কটাক্ষ করেন নরেন্দ্র মোদ। বলেন। “কিছু দল পর্দার পিছনে জোট করছে। এক রাজ্য কুস্তি, অন্য রাজ্যে দোস্তি। এদের চেহারা মানুষ দেখে নিয়েছেন। কেরলের জনতাও দেখছে কীভাবে বাম-কংগ্রেস অন্য রাজ্যে জোট করে। কেরলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের নাটক করে।” নাগাল্যান্ডের মতো কেরলেও ভবিষ্যতে বিজেপির সরকার হবে বলে আশা বিজেপির।

আরও পড়ুন:পাটের প্রসারে বাড়ছে ব্যবসা, মহানগরীতে মেলবন্ধন ক্রেতা বিক্রেতার !


 

 

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...
Exit mobile version