Tuesday, August 12, 2025

বাতাসে বসন্ত, সপ্তাহ ঘুরলেই রঙিন উৎসব। তার আগে আচমকাই সাদা কালো সুরে মাতলেন গায়ক নচিকেতা (Nachiketa Chakraborty)। অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) সপরিবারে হাজির নচি’দার বাড়ি । আর তারপরই ভাইরাল গানের যুগলবন্দি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে ‘সাদা সাদা কালা কালা’ গেয়েছিলেন চঞ্চল। এবার সেই আসর জমল নচিকেতার বাড়ি। বাংলাদেশের ছবি ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি নুসরত ফারিয়ার (Nusrat Faria)কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। আর এবার সেই গানের সুরে ভাসলেন নচিকেতা ও চঞ্চল।

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে হারমোনিয়ামের তালে গলা মিলিয়েছেন চঞ্চল,আর তাতেই উচ্ছ্বসিত বাকিরা। ফেসবুকে চঞ্চল লেখেন, “পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম…বাকিটা ইতিহাস…স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি…আড্ডায় উপস্থিত রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ……বিশেষ মানুষ ইকবাল ভাই….গানে গানে কাটলো অনেকটা সময়…অনেক গল্প তো বটেই…বিশেষ করে দিব্য সৌম্য শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী…..ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী….আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।

অনুপম থেকে জিৎ গঙ্গোপাধ্যায় – এই যুগের নামী সুরকারদের সঙ্গে কাজ করছেন নচিকেতা। তবে বাংলাদেশের অভিনেতার সঙ্গে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের আশা এবার কি বাংলাদেশের অভিনেতার সঙ্গে কাজ করবেন নচিকেতা? সৃজিতের আগামী ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন চঞ্চল। ভারতের সঙ্গে পাকাপাকি সম্পর্কে জড়িয়ে পড়ছেন অভিনেতা, কানাঘুষো বাংলা বিনো দুনিয়ায়।

 

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...
Exit mobile version