Thursday, August 28, 2025

ফের মানবিক! সন্তানসম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ‘মাসিহা’ কলকাতা পুলিশ

Date:

ফের কলকাতা পুলিশের মানবিক রুপ। এবার সন্তানসম্ভবা এক ভদ্রমহিলাকে হাসপাতালে পৌঁছে দিল কলকাতা পুলিশ। শহরের রাস্তায় ওই মহিলা সে সময় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন ৷

এই ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কলকাতা পুলিশ। তাঁরা লিখেছেন-

‘আজ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের হোমগার্ড সুমন পাত্র ডায়মন্ড পার্ক মোড়ে কর্তব্যরত ছিলেন। সকাল ১১টা নাগাদ তিনি খবর পান যে খুব কাছেই একজন ভদ্রমহিলা প্রসব যন্ত্রণায় ছট্ফট করছেন। তৎখনাৎ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যকে ফোনে ঘটনাটা জানান সুমন। ওয়ারলেসে ওসির নির্দেশ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থল ডায়মন্ড পার্ক মোড়ে পৌঁছে যান সার্জেন্ট সাগর সিংহ। বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর, সময় সীমিত। তাই হাতের কাছে পেয়ে যাওয়া একটি অটোকে দাঁড় করিয়ে রেখা শীল নামে একজন সহৃদয় ভদ্রমহিলার সহযোগিতায় ওনাকে সেই অটোতে চাপান। অটোটিকে নিজের মোটরসাইকেল করে রাস্তা দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান সার্জেন্ট সাগর। হাসপাতালে পৌঁছে যান ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যও। ডাক্তারবাবু খুব দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পুত্র সন্তানের জন্ম দেন ভদ্রমহিলা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। জানা যায় ভদ্রমহিলার নাম মুন্নি নস্কর। ওনার কাছ থেকে স্বামীর নম্বর নিয়ে ফোন করে তাকে হাসপাতালে আসতে বলেন ইনস্পেক্টর ভট্টাচার্য। সন্তান হওয়ার খবর শুনে খুব খুশি সদ্য পিতা হওয়া মানুষটি। এই সহযোগিতার জন্য আনন্দ অশ্রু ভরা চোখে কলকাতা ট্রাফিক পুলিশের প্রতি অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।’

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version