Thursday, December 4, 2025

ভারতের কাছে কৃতজ্ঞ আমরা: সঙ্কটে পাশে থাকায় নয়াদিল্লিকে ধন্যবাদ শ্রীলঙ্কার

Date:

Share post:

প্রতিবেশী শ্রীলঙ্কার(Srilanka) অর্থনৈতিক সঙ্কট যখন চরম আকার নিয়েছিল, ঠিক সেই সময়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে যে দেশগুলি পাশে দাড়িয়েছিল তার মধ্যে সর্বাগ্রে ছিল ভারত(India)। শুধু তাই নয়, বাকিরা সকলে মিলে যা করেছে একা ভারত তার চেয়ে অনেক বেশি কিছু করেছে। এমনটা জানিয়ে নয়াদিল্লির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী আলি সাব্রি(Ali Sabri) জানালেন, “সাহায্যের জন্য আমরা ভারতের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।”

একটা সময়ে শ্রীলঙ্কার বিদেশী মুদ্রার ভাণ্ডার যখন কমতে কমতে ৫০ কোটি ডলারে নেমে আসে ঠিক সেইসময়ে প্রতিবেশীকে রক্ষা করতে কোমর বেধেছিল ভারত। সেই সাহায্যের জন্য শুক্রবার ভারতকে ধন্যবান জানিয়েছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী। তিনি বলেন, “গত মে-জুন মাসের ভাঙনের পর শ্রীলঙ্কা অনেকটা পথ চলে এসেছে। আমাদের মুদ্রাস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দীর্ঘ লাইন নেই। পর্যটনও আগের জায়গায় ফিরেছে।” শুধু তাই নয় আলি আর বলেন, “পরিস্থিতি পুনরুদ্ধার ও স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় পার্টনার ভারত। আমার তো মনে হয়, বাকি সব দেশগুলি মিলে যা করেছে, ভারত একাই তার থেকে বেশি করেছে। ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যা আমাদের নতুন শক্তি জুগিয়েছে। ভারতের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”

দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও একাধিক দেশ থেকে ঋণ নেওয়ার জেরে আর্থিক সঙ্কট এখনও স্বাভাবিক হয়নি শ্রীলঙ্কার। ঋণ মুকুব নিয়ে এখনও একমত হতে পারেনি চিন ও আইএমএফ। এই পরিস্থিতে আর চিন ‘প্রেম’ নয়, ভারতের প্রসঙ্গ তুলল শ্রীলঙ্কা।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...