Monday, May 5, 2025

ফ্ল্যাটের (Flat) তালা বন্ধ। কিন্তু সেই ঘরেই আচমকা আগুন লাগার ঘটনায় মৃত্যু হল একাধিক পোষ্যের (Cattle)। ঘরে থাকার মধ্যে ছিল শুধু ১টি বিড়াল ও ৮টি কুকুর। আর শনিবার গভীর রাতে ওই ফ্ল্যাটের পোষ্যদের চিৎকারেই ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাড়ির বাইরে বেরিয়ে এসে সকলে দেখেন বন্ধ ফ্ল্যাটে দাউদাউ করে আগুন (Fire Broke Out) জ্বলছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের (Naktala) এক আবাসনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রতিবেশীদের কথায়, বন্ধ ঘরের জালনা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টা শেষে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দমকলকর্মীরা দেখেন আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই ফ্ল্যাটের পোষ্যদের। কিন্তু আচমকা কেন এমন ঘটনা ঘটল? স্থানীয়রা এই ঘটনার পিছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাঁদের কথায়, এই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে গত বছর সারমেয়দের খাবারে বিষ মিশিয়ে মারার অভিযোগ উঠেছিল। এই অগ্নিকাণ্ডের পিছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে।

স্থানীয়দের আরও অভিযোগ, ওই ফ্ল্যাটের মধ্যে কুকুর, বিড়ালদের খাঁচাবন্দি করে রাখা হত। খাবারও ঠিকমতো দেওয়া হত না। অবহেলা করা হত। যদিও ফ্ল্যাট মালিক সে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, কী কারণে আগুন লাগল তিনি নিজেও বুঝতে পারছেন না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ।

 

 

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...
Exit mobile version