মধ্যরাতে তিনজলায় বিধ্বং*সী অ*গ্নিকাণ্ড!

চামড়ার কারখানায় (Leather Factory) বিধ্বং*সী আগু*নে আত*ঙ্ক ছড়ালো তিনজলা রোড (Tiljala Road) সংলগ্ন এলাকায়। সূত্রের খবর শনিবার মধ্যরাতে প্রায় বারোটা নাগাদ আচমকা তিলজলা রোডের পাঞ্জাবি পাড়ায় ওই কারখানা (Leather Factory) থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

মধ্যরাতে অ*গ্নিকাণ্ডের জেরে আ*তঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও ঠিক কী কারণে কোথা থেকে আ*গুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।