Monday, August 25, 2025

আইএসএল-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান, ম‍্যাচ জিতেও মন খারান জুয়ানের

Date:

শনিবার আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুরন্ত জয় পায় এটিকে মোহনবাগান। ওড়িশা এফসির বিরুদ্ধে ২-০ গোলে জেতে জুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে গোল দুটি করেন হুগো বৌমোস এবং দিমিত্রি পেত্রাতোস। তবে জয় পেলেও খুশি নন জুয়ান। ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই দলের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ও দ্বিতীয়ার্ধে মাথায় গুরুতর চোট পান গোলকিপার বিশাল কাইথ। যার কারণে ম‍ন খারাপ বাগান কোচের। যদিও বিশাল সুস্থ আছেন ও খেলার অবস্থায় আছেন।

ম‍্যাচ শেষে জুয়ান বলেন,” জেতা, হারা বা সেমিফাইনালে ওঠা কোনও কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। দলের ছেলেদের সঙ্গে গত ছ’মাস ধরে রয়েছি। ওরা এখন আমার পরিবারের সদস্যদের মতোই হয়ে গিয়েছে। ওদের কিছু হলে আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। ”

মন খারাপ হলে ওড়িশা ম‍্যাচে ছেলেরা ভালো পারফরম্যান্স করেছে বলে জানান জুয়ান। এই নিয়ে বাগান কোচ বলেন,”দুই ব্যাকের মধ্যে জায়গা বের করাই ছিল আজকের ম্যাচের পরিকল্পনা। আশিকের চোটের পরে আমাদের পরিকল্পনায় কিছু খুঁটিনাটি জিনিসে বদল আনতে হয়, যেটা বেশ কঠিন কাজ। লিস্টনকে দায়িত্ব নিতে হয়েছে। পুইতিয়াকে শুরু থেকে নামিয়ে দেওয়াও কঠিন সিদ্ধান্ত ছিল। শুধু চেন্নাইয়ানের বিরুদ্ধে ও ৪৫ মিনিট খেলেছিল। প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা অন্যরকম। তবে আমাদের ছেলেরা ভাল খেলেছে। এক গোল হয়ে যাওয়ার পর দলের মধ্যে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”

সেমিফাইনালে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। সেই ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন,” দলের যা অবস্থা, আশিক, ব্রেন্ডান, গ্ল্যানরা অনিশ্চিত হয়ে রয়েছে। এই সময় দল সেমিফাইনালের জন্য কতটা প্রস্তুত, তা বলা কঠিন। এই মুহূর্তে দলে নানা সমস্যা রয়েছে। ২-৩ দিনের মধ্যে ফুটবলাররা সবাই ফের চাঙ্গা হয়ে যাবে, আশা করি। এর আগেও দল কঠিন সময়ে চারিত্রিক দৃঢ়তা ও ব্যক্তিত্ব দেখিয়েছে। গত বছরের তুলনায় এবার আমরা ভাল জায়গায় আছি কি না, তা বলা কঠিন।”

গতবার শেষ চারের লড়াইয়ে যাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই ফের সেমিফাইনালে নামতে হবে তাদের। আগামী ৯ ও ১৩ মার্চ সেমিফাইনালের ম‍্যাচ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version