Saturday, August 23, 2025

সুরক্ষা ছাড়াই ট্যাঙ্কার পরিষ্কারের ‘খেসারত’! ম*র্মান্তিক পরিণতি হাওড়ার যুবকের

Date:

তেলের ট্যাঙ্কারের (Oil Tanker) বিষাক্ত গ্যাস (Poisonous Gas)। কোনওরকম সুরক্ষা ছাড়াই সেই ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন দুই যুবক। আর যার পরিণতি হল মারাত্মক। ট্যাঙ্কের গ্যাস সহ্য করতে না পেরেই মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমিত সাউ (Sumit Shaw) (১৯)। হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil corporation) ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, দুই যুবকের মধ্যে একজন ওই ট্যাঙ্কারের খালাসি ও অপরজন চালক। রবিবার ছুটি থাকায় নিজেদের গাড়ি পরিষ্কার করতে গিয়েই বাধল বিপত্তি।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমিত সাউ (১৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন ভাইয়ের মধ্যে সুমিতই সবচেয়ে ছোট। ইতিমধ্যে সুমিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ি। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল নাগাদ কোনও রকম সুরক্ষা ছাড়াই তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে ঢুকেছিল সুমিত সাউ ও ট্যাঙ্কারের চালক বুবাই সাউ (৩২)। তখনই বিষাক্ত গ্যাসে দম আটকে মারা যান সুমিত। গুরুতর অসুস্থ অবস্থায় বুবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, পেট্রোল বা ডিজেলের মতো তেলকে ঠিক রাখার জন্য এক ধরনের গ্যাস ট্যাঙ্কারের ভালভের ভিতর রাখতে হয়। ট্যাঙ্কার পরিষ্কারের সময় ভালভের ভিতর থেকে ওই গ্যাস বের করে তারপর ট্যাঙ্কের ভিতর প্রবেশ করতে হয়। কিন্তু এদিন দুই যুবক তা করেননি। যার কারণেই বিষাক্ত গ্যাসে দম আটকে যায় তাঁদের। এদিকে ঘটনার তদন্তে নেমে ট্যাঙ্কারের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিন মৃত যুবকের পরিবার সূত্রে খবর, প্রথমে ট্যাঙ্কের ভিতরে পরিষ্কার করতে ঢুকেছিলেন চালক বুবাই সাউ। ভিতরে বুবাই অসুস্থ হয়ে পড়ছে দেখে বুবাইকে বাইরে বার করতে ট্যাঙ্কের ভিতরে ঢোকে সুমিত। বুবাই কোনওরকমে বাইরে বেরিয়ে এলেও সুমিতের বিষাক্ত গ্যাসে দম আটকে যায়। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে বুবাইকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version