Wednesday, November 12, 2025

অনুব্রতর দিল্লি-যাত্রার জট কাটল! কোথা থেকে কার দায়িত্বে? নির্দেশ CBI আদালতের

Date:

গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) দিল্লি নিয়ে যাওয়ার বিষয় জট কাটল! আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে কলকাতায় আনর ব্যবস্থা করতে হবে জেল কর্তৃপক্ষকে। আসানসোল পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পর্যন্ত অনুব্রতর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনের হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা হবে। সেখানে চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে হাসপাতালেই অনুব্রতকে ইডির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে দায়িত্ব নিতে হবে ইডির তদন্তকারী আধিকারিককে।

শুক্রবার, দিল্লির পরে শনিবার, কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) কার্যত খারিজ হয়ে যায় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর আবেদন। পাশাপাশি তাঁর ১লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁকে। কারণে, তিনি দুটি আদালতে একই মামলা করেন। নিজের ইচ্ছে মতো আদালত পছন্দ করার অভিযোগেই এই জরিমানা বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে। শনিবার হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী জানান, শারীরিক ভাবে অসুস্থ অনুব্রত। পাল্টা ইডি জানায়, প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে। অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি (Delhi) হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে। বিচারপতি বিবেক চৌধুরীর বলেন, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে বিমানে নিয়ে যাওয়া হবে দিল্লি।

দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন। মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য জরিমানা করেছেন বিচারপতি। শুক্রবার দিল্লি হাইকোর্টও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। একই আবেদন দুজায়গায় করা, যে আদালত পছন্দ হবে, সেখানে যাওয়া- এই সব নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টেও। তারপরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর ছুটি বাতিল

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version