Saturday, August 23, 2025

নীতি-আদর্শকে বিসর্জন দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটেও “অশুভ আঁতাত” তৈরি করতে জোটবদ্ধ হওয়ার ছক কষছে বিরোধীরা। সাগরদিঘি মডেলকে সামনে রেখে জেলায় জেলায় পঞ্চায়েত ভোটে অনেক আসনেই যে বাম-রাম-কং জোট বেঁধে প্রার্থী দেবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু বিরোধিতার জন্যই।তৃণমূলের অন্ধ বিরোধিতা থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে রামধনু জোট করবে।

আরো পড়ুন:সাগরদিঘিতে পরাজয়: কারণ বিশ্লেষণে বৈঠকে তৃণমূল জেলা নেতৃত্ব

শাসক তৃণমূলের বিরুদ্ধে এককভাবে পেরে না উঠে বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং সাগরদিঘি উপনির্বাচনের ফলকে সামনে রেখে ফের অনৈতিক জোট প্রার্থীকে জেতাতে কোমর বাঁধছে কিছু বাম-কংগ্রেস-বিজেপি নেতা। সেক্ষেত্রে প্রার্থী নির্দল হলেও তাদের সমস্যা নেই।

সাগরদিঘির তথ্য-পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল, ৪৪,৯৮৩ ভোট (২৪.০৮ শতাংশ)। কিন্তু উপনির্বাচনে সেই ভোট কমে দাঁড়ায় ২৫,৮১৫ (১৩.৯৪শতাংশ)। অর্থাৎ বিজেপির ভোট কমেছে ১০.১৪ শতাংশ। এই ভোটটাই ট্রান্সফার হয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর দিকে। ফলে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তিনটি বিপরীত ধর্মী দলের ভোটে জয়লাভ করেছেন। আর এটাই নাকি পঞ্চায়েতের আগে বিরোধীদের অক্সিজেন জুগিয়েছে। ফলে নীতি-আদর্শকে বিসর্জন দিয়ে শুধুমাত্র তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে অশুভ আঁতাতে তৈরি করতে মরিয়া ধান্দাবাজ ক্ষমতালোভী কিছু বিরোধী নেতা। সেইসব নেতারা দলগত দিক থেকে প্রকাশ্যে বিরোধিতা দেখালেও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version