Tuesday, August 12, 2025

শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানই লক্ষ্য! শীঘ্রই নয়া আইন প্রণয়নের পরিকল্পনা ব্রিটেনের

Date:

শরণার্থী সমস্যার (Illegal Migrants) স্থায়ী সমাধান চায় ব্রিটেনবাসী। আর সেই সমস্যার সমাধান করতেই এবার নতুন আইন প্রণয়ন করতে চলেছে ব্রিটেন সরকার। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ও স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান (Suella Breverman) সাফ জানিয়ে দিয়েছেন, অনেক হয়েছে। বেআইনিভাবে এবার ব্রিটেনে ঢুকলেও সেদেশে থাকতে পারবেন না শরণার্থীরা। আগামী সপ্তাহেই আসতে পারে নয়া আইন। গত বছরেই প্রায় ৪৫ হাজার শরণার্থী বেআইনিভাবে ইংলিশ চ্যানেল (English Channel) পেরিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা করে।

তবে এদিন স্বরাষ্ট্র সচিব ব্রেভারম্যান একেবারে পরিষ্কারভাবে জানিয়েছেন, অনেক হয়েছে। এবার ব্রিটিশ জনগণ এর স্থায়ী সমাধান চায়। আমাদের দ্রুত বেআইনি ওই বোটগুলিকে থামাতে হবে। উল্লেখ্য, গত দু’বছরে ইংলিশ চ্যানেল উপকূলে শরণার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সূত্রের খবর, নয়া আইন মোতাবেক শরণার্থী বোঝাই নৌকাগুলিকে ব্রিটিশ সীমানা পেরিয়ে ঢোকার অনুমতিই দেওয়া হবে না। তবে নিজেদের দেশে ফিরে যেতে হবে না শরণার্থীদের। তৃতীয় কোনও নিরাপদ দেশে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে। তবে কোন দেশে শরণার্থীদের পাঠানো হবে, কীভাবে তাঁরা সেই তৃতীয় দেশে পৌঁছবেন, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে শরণার্থী সমস্যা ঠেকাতে রবিবারই পার্লামেন্টে দাঁড়িয়ে ঋষি বলেন, চিরদিনের জন্য বেআইনি অনুপ্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করদাতা ব্রিটেনবাসীর উপর শরণার্থীদের ভার চাপিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। এটা দ্রুত বন্ধ করতে হবে। সকলে জেনে রাখুন, ভুল করেও যদি ব্রিটিশ সীমান্ত পেরিয়ে কেউ ঢুকে পড়েন, তাহলেও এই দেশে তাঁদের থাকা হবে না।

 

 

 

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version