Wednesday, November 12, 2025

বাজারে রক্তের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়ানো রুখতেও নতুন নীতি করে একাধিক পদক্ষেপ। রক্তের কালোবাজারি ও দাম নিয়ন্ত্রেণে রাজ্য সরকার একটি নতুন নীতি নিয়ে আসছে। নতুন এই নীতির মধ্যে দিয়ে বেসরকারি হাসপাতালের (Private Hospital) একাংশের রক্ত নিয়ে ব্যবসা করার প্রবণতায় লাগাম টানারও প্রয়াস করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নতুন নীতিতে রক্ত সংরক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট নিয়মকানুন বেঁধে দেওয়া হবে। প্রস্তাবিত নীতিতে সরকারি ব্লাড ব্যাঙ্কে আর হোল ব্লাড না দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিবর্তে সেখান থেকে রক্তের নানা উপাদান আলাদা ভাবে সরবরাহ করা হবে।

সরকারি ব্লাড ব্যাঙ্কগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সহ একটি মোবাইল অ্যাপ (Mobile App) ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের কোন কোন উপাদান মিলবে তার তালিকাও ওই অ্যাপেই মিলবে। রক্ত সংক্রান্ত নতুন নাতি প্রণয়ণের আগে স্বাস্থ্য কর্তারা বিভিন্ন সরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করে এর খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে মত বিনিময় করছেন। সব পক্ষের সঙ্গে কথা বলার পরেই নতুন নীতি কার্যকর করা হবে।

সঙ্কটজনক অবস্থায় রোগী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। যত দ্রুত সম্ভব রক্ত চাই। কিন্তু কোন ব্লাড ব্যাঙ্কের দরজায় কড়া নাড়লে প্রয়োজনীয় গ্রুপের রক্ত মিলবে, সেই তথ্য না থাকায় প্রায়ই প্রবল হয়রানির শিকার হন রোগীর পরিজনেরা। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্যই ‘জীবনশক্তি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

অ্যাপ থেকে কী ভাবে মিলবে তথ্য? গুগল ‘প্লে স্টোর’ থেকে ডাউনলোড করা অ্যাপটি খুললেই মোবাইলের পর্দায় ভেসে উঠবে রাজ্যের মানচিত্র। সেখানে কোন জেলার কোথায় কোথায় ব্লাড ব্যাঙ্ক রয়েছে, তা দেখা যাবে। কোনও একটি ব্লাড ব্যাঙ্কের নাম স্পর্শ করলেই মিলবে সেই সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। শেষ কবে ওই তথ্য আপডেট করা হয়েছে, তারও উল্লেখ থাকছে। বিশদে জানার লিঙ্কে গেলে কোন কোন গ্রুপের কত ইউনিট সেই ব্লাড ব্যাঙ্কে রয়েছে, তার সবিস্তার তথ্য আক্ষরিক অর্থেই একেবারে হাতের মুঠোয়।

আরও পড়ুন:Entertainment : মান অভিমান অতীত, ফাগের রঙ মিশল রাহুল প্রিয়াঙ্কার দাম্পত্যে !

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version