Saturday, May 3, 2025

এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে শুরু হচ্ছে ট্রায়াল রান। সেই ট্রায়াল সফল হলে চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (Howrah Maidan to Esplanade) গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো (Metro)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে জট ছাড়িয়ে গতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ। অবশেষে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন কলকাতা ও হাওড়াবাসীরা। মেট্রো রেলের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর (KMRCL) তরফে এই ঘোষণা করা হয়েছে।

এর পাশাপাশি বউবাজারের সমস্যাও মিটিয়ে ফেলা গিয়েছে বলেও দাবি মেট্রোর। প্রায় ৯ মাস পর বউবাজারের মাটির নীচের সাড়ে চার মিটার অংশে কংক্রিটের স্ল‌্যাব তৈরির কাজ শেষ হয়েছে। ওই অংশেই গত বছর ঘটেছিল বিপর্যয়। ফলে ডিসেম্বরেই এসপ্ল‌্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো। বউবাজারে স্ল‌্যাব তৈরির কাজ শেষ হলেও চলতি বছরেই সেই অংশে মেট্রো চালানো যাবে কি না তা নিশ্চিত নয়। তাই হাওড়া ময়দান থেকে মেট্রো কবে শিয়ালদহে আসবে তা এখনও অনিশ্চিত। তবে এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হয়ে যাবে ট্রায়াল রান। ট্রায়ালের জন্য দুটি রেকও তৈরি। ইস্ট-ওয়েস্ট মেট্রো আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। শুধু্‌ বউবাজার অংশ জোড়ার কাজ বাকি রইল। এদিকে বউবাজারে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ি পুনর্ণিমাণের জন‌্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল। বউবাজারে দুর্গাপিতুরি লেন ও হিদারাম ব‌্যানার্জি লেনের নীচে ২০১৯-এ মেট্রোর কাজের জেরে একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের অন‌্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন‌্যই বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো। এছাড়া স্ল্যাব তৈরির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছিল, তাঁদেরও বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version