Wednesday, August 20, 2025

এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে শুরু হচ্ছে ট্রায়াল রান। সেই ট্রায়াল সফল হলে চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড (Howrah Maidan to Esplanade) গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো (Metro)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে জট ছাড়িয়ে গতি পায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ। অবশেষে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন কলকাতা ও হাওড়াবাসীরা। মেট্রো রেলের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর (KMRCL) তরফে এই ঘোষণা করা হয়েছে।

এর পাশাপাশি বউবাজারের সমস্যাও মিটিয়ে ফেলা গিয়েছে বলেও দাবি মেট্রোর। প্রায় ৯ মাস পর বউবাজারের মাটির নীচের সাড়ে চার মিটার অংশে কংক্রিটের স্ল‌্যাব তৈরির কাজ শেষ হয়েছে। ওই অংশেই গত বছর ঘটেছিল বিপর্যয়। ফলে ডিসেম্বরেই এসপ্ল‌্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো। বউবাজারে স্ল‌্যাব তৈরির কাজ শেষ হলেও চলতি বছরেই সেই অংশে মেট্রো চালানো যাবে কি না তা নিশ্চিত নয়। তাই হাওড়া ময়দান থেকে মেট্রো কবে শিয়ালদহে আসবে তা এখনও অনিশ্চিত। তবে এপ্রিলেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হয়ে যাবে ট্রায়াল রান। ট্রায়ালের জন্য দুটি রেকও তৈরি। ইস্ট-ওয়েস্ট মেট্রো আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। শুধু্‌ বউবাজার অংশ জোড়ার কাজ বাকি রইল। এদিকে বউবাজারে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ি পুনর্ণিমাণের জন‌্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানিয়েছে কেএমআরসিএল। বউবাজারে দুর্গাপিতুরি লেন ও হিদারাম ব‌্যানার্জি লেনের নীচে ২০১৯-এ মেট্রোর কাজের জেরে একের পর এক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের অন‌্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের জন‌্যই বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রো। এছাড়া স্ল্যাব তৈরির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি বাড়ির বাসিন্দাদের সরানো হয়েছিল, তাঁদেরও বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version