Sunday, November 9, 2025

আপাতত স্বস্তি। জেলে যেতে হবে না ইমরান খানকে (Imran Khan)। তোষাখানা মামলায় আপাতত গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন তিনি। ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) তরফে আপাতত ১৩ মার্চ অবধি ইমরান খানের অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার (Arrest Warrant) উপরে স্থগিতাদেশ দেওয়া হল। তোশাখানা মামলায় চার বার সেশন কোর্টে হাজিরা দিতে না পারায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পুলিশ হাজির হলেও, তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আইনজীবী আদালতে হাজিরার জন্য চার সপ্তাহের সময় চান। কি্ন্তু প্রধান বিচারপতি আমির ফারুক সেই আর্জি খারিজ করে জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান যেন আগামী ১৩ মার্চ জেলা ও সেশন কোর্টে হাজিরা দেন। কিন্তু ১৩ তারিখ অবধি তাঁকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, মঙ্গলবারই ইসলামাবাদের সেশন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু তিনি শারীরিক অসুস্থতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতে হাজিরা দেননি।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাউন্সিল শের আফজল মারওয়াত আদালতে জানান, ইমরান খান অসুস্থ এবং ওয়াজিরাবাদে তাঁর উপরে গুলি চলার ঘটনার পর থেকে নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়েছে। তিনি জানান, পিটিআই প্রধানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। আগামী সপ্তাহে যেন এই মামলার শুনানির তারিখ দেওয়া হয়। উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যে দামি দামি উপহারগুলি পেয়েছিলেন, তা চড়া দামে কেনা-বেচা করার অভিযোগই উঠেছে। সোমবারই ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে আবেদন জানান ইমরান খান। চলতি সপ্তাহের সোমবারই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে তাঁর লাহোরের বাসভবনে হাজির হয় ইসলামাবাদ পুলিশ। কিন্তু গোটা বাড়ি, অফিস তন্ন তন্ন করে খুঁজেও ইমরান খানের টিকিও খুঁজে পাওয়া যায়নি।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version