Monday, August 25, 2025

দোলের (Dol Yatra) দিন তিন পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ আরোহীর। তবে ছ’টি দুর্ঘটনাই ঘটেছে উলুবেড়িয়া থানার অন্তর্গত একাধিক এলাকায়। পুলিশ সূত্রে খবর, রং খেলে বেড়াতে বেরিয়েই দুর্ঘটনার মুখে পড়েছে অধিকাংশ বাইক আরোহী। তবে তাঁরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রং খেলে বাইক নিয়ে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের। আহত হয়েছেন আরও এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক রাস্তার পাশের বৈদ্যুতিক পোস্টে ধাক্কা মারে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উলবেড়িয়া (Uluberia) থানা চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছিয়ার জয়রামপুরে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম নিতাই পাল (২৯) ও প্রদ্যুৎ মাইতি (২২)। তাঁদের বাড়ি বাগনান থানার বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাঁরা বোয়ালিয়ার দিক থেকে ফিরছিলেন, সেই সময় রাস্তার পাশের বৈদ্যুতিন খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান নিতাই পাল। আহত বাকি দুজন প্রদ্যুৎ মাইতি ও রথীন্দ্র মাইতিকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে দুজনকে স্থানান্তরিত করা হয়। প্রদ্যুৎকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। আর রথীন্দ্র ভরতি রয়েছেন ফুলেশ্বরের এক বেসরকারি হাসপাতালে। তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

অপর একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আমতায় মুখোমুখি বাইকের সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। আহত আরও দুজন। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আমতা রানিহাটি রোডের চাখানা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন কৌশিক কোলে, কার্তিক পাত্র ও শেখ শাহিল। কৌশিক ও কার্তিকের বাড়ি আমতার সোমেশ্বরে। শাহিলের বাড়ি ডোমজুড়। সকলেরই বয়স ২৫ বছরের মধ্যে। সকলকেই আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে বলেন বাকি দুজনকে অন্য স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য। আরও একটি দুর্ঘটনা ঘটেছে কউঝুড়ি এলাকায়।

 

 

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version