অ্যা*ডিনো নিয়ে আলোচনার দাবির অজুহাতে ফের বিধানসভায় গোলমালের চেষ্টা BJP-র

এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমার্ধে অধিবেশন মুলতবি করে দিলে বিজেপি বিধায়করা বিধানসভার লবিতে অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।

অ্যাডিনোভাইরাস (AdenoViris) নিয়ে কেন কোনও আলোচনা নেই বিধানসভায় (Assembly)? বৃহস্পতিবার ফের সরব বিজেপি (BJP)। এদিন অ্যাডিনো ভাইরাস নিয়ে আলোচনা চেয়ে ১৮৫ ধারায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি পরিষদীয় দল। এরপরই অধিবেশন কক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রস্তাব পাঠ করেন। প্রস্তাবে বলা হয়, অ্যাডিনোভাইরাসে শিশুমৃত্যু হচ্ছে। এর মোকাবিলার জন্য কোনও পরিকাঠামোই নেই হাসপাতালে।

যদিও এর পাল্টা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি সাফ জানিয়েছেন, গত ৬ তারিখ মুখ্যমন্ত্রী অ্যাডিনো ভাইরাস নিয়ে সব তথ্য দিয়েছেন। কেউ যদি না থাকেন, তাঁর দোষ। মুখ্যমন্ত্রী যখন বলছিলেন, তখন থাকার দরকার ছিল। বিরোধীরা সেই সময় হাউসে কেউ ছিলেন না। রাজনীতি করছেন, অথচ থাকছেন না, মুখ্যমন্ত্রী যখন বলেন হাউজে থাকতে হয়। এখন মুলতুবি প্রস্তাব এনে অধিবেশনের অন্যান্য গুরুত্বপূর্ন কর্মসূচি বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এরপরই বিধানসভা কক্ষে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।

তবে বিজেপির দাবি, অ্যাডেনোভাইরাসে শিশু মৃত্যুর বিষয়টা শুধুমাত্র উদ্বেগজনক নয়। এটি সারা রাজ্যের মানুষকে আতঙ্কিত করেছে। তাই এইরকম পরিস্থিতিতে এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। এরপরেই স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বিবৃতি দিতে বলেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) প্রথমার্ধে অধিবেশন মুলতবি করে দিলে বিজেপি বিধায়করা বিধানসভার লবিতে অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।