Sunday, November 9, 2025

“টিপ পরেননি কেন?” নারী দিবসে মহিলাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের

Date:

স্বামী জীবিত রয়েছে তারপরও কেন টিপ পরেননি? এমনই অভিযোগ তুলে নারী দিবসে এক মহিলা কর্মীকে তীব্র ভর্ৎসনা করলেন বিজেপি সাংসদ(BJP MP)। আন্তর্জাতিক নারী দিবস(international women’s day) উপলক্ষে কর্নাটকে(karnatak) একটি বিশেষ মেলা আয়োজন করেছিলেন মহিলারা সেই মেলায় উপস্থিত হয়ে মহিলাদের ভর্ৎসনা করতে দেখা গেল বিজেপি সংসদকে। এই ঘটনা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস(Congress)। অভিযোগ তোলা হয়েছে ভারতকে ‘হিন্দু ইরান'(Hindu Iran) বানানোর পরিকল্পনা করছে গেরুয়া শিবিরের।

বুধবার নারী দিবস উপলক্ষে কর্ণাটকের (Karnataka) কোলার জেলায় একটি মেলার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন স্থানীয় সাংসদ এস মুনিস্বামী। মেলার দোকানগুলি পরিচালনার দায়িত্ব ছিল মহিলাদের হাতেই। সেরকমই একটি দোকানে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদ। তিনি বলেন, “তুমি টিপ পরোনি কেন? তোমার স্বামী তো নিশ্চয়ই বেঁচে রয়েছেন। সাধারণ বুদ্ধি নেই নাকি?” তাঁর এই কথার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে টুইটে তিনি লেখেন, “বিজেপি আসলে ভারতকে হিন্দুত্ব ইরানে পরিণত করছে। বিজেপির আয়াতোল্লারা রাস্তাঘাটে নিজেরদের মতো করে নীতি পুলিশ ছেড়ে দিয়েছে।” শুধু তাই নয় কংগ্রেস আরও অভিযোগ করে বিজেপি নারী স্বাধীনতার বিরোধী।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version