Wednesday, November 12, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার ইডির (ED) নজরে টলিউড (Tollywood Actor) অভিনেতা বনি সেনগুপ্তকে (Boni Sengupta) । কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসতেই বনিকে তলব করেছ ইডি। সম্ভবত বনি আগে থেকেই তা আঁচ করতে পেরেছিলেন, এবং প্রস্তুত ছিলেন। তাই তলব পাওয়ার পরই দেরি না করে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেন টলি অভিনেতা। সংবাদ মাধ্যমকে বনি জানান, তাঁর কাছ থেকে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত কোনও তথ্য চায়নি ইডি। কিছু নথি চাওয়া হয়েছিল, সেই নথি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি।

একটা সময়ের বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল বনি সেনগুপ্তের। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। তখন ঘটা করে দিনে পাঁচবার যোগদান মেলা করত বিজেপি নেতারা। নির্বাচনের বিজেপি পর্যুদস্ত হওয়ার পরে আর গেরুয়া শিবিরে দেখা যায়নি তাঁকে। এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বলেন, “বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব অ্যালাউ করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।”

তবে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। কুণাল এদিন কটাক্ষ করেন কেন্দ্রের শাসকদলকে। একটা সময় বনির বিজেপি যোগ নিয়ে কুণাল বলেন, “তদন্তের স্বার্থে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তদন্তকারীদের ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে আবার থাকতে পারা যায় না বলে বেরিয়ে এসেছেন। বিজেপি করলেও দিলীপ-শুভেন্দুর মতো ডাক পেতেন না। ২০২১ সালে যোগদান করেছিলেন। বিরোধী দলনেতা না হয় গিরগিটি। উনি রাজনীতিকে নিচে নামাচ্ছেন কেন? উনি বলছেন ভোটের সময় অনেকে যায়। ওটা আসলে বিজেপির ব্যাপার। বিজেপিতে কোনও সুস্থ ভাবে থাকা যায় না। বিরোধী দলনেতার ব্যর্থতা যে ধরে রাখতে পারে না। সত্যি সংযোগ থাকলে আইন আইনের পথে চলবে।”

বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।দেবাংশু টুইটে বলেছেন, ”বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।” প্রসঙ্গত, এই প্রথমবার নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছায়া এড়াতে গেরুয়া শিবিরে গিয়েছেন শিশির পুত্র শুভেন্দু, এমন অভিযোগ বার বার উঠছে তৃণমূলের তরফে।

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version