Tuesday, August 26, 2025

পুরনো বিবাদকে কেন্দ্র করে দু’‌পক্ষের মধ্যে সংঘর্ষ (Clash)। আর তার জেরেই চলল গুলি–বোমা। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হল এক সিভিক ভল্যান্টিয়ারের (Civic Volunteer)। বুধবার রাতে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর (Islampur) থানার অন্তর্গত দক্ষিণ মাটিকুন্ডা এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত সিভিক ভল্যান্টিয়ার সাকিব আখতার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাই। বোমার আঘাতে ওই সিভিক ভল্যান্টিয়ারের একটা অংশ উড়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরে দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম এবং মেহেবুব আলমের মধ্যে বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ বুধবার রাতে সাহানাবাজের বাড়িতে মেহেবুব আলম ও তার লোকজন গিয়ে হামলা চালায়। তখনই চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় সাহানাবাজ আলমের ভাই সাকিব আখতারের। এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

এদিকে ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে ঘটনায় দশ-বারো জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

 

 

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version