Thursday, August 28, 2025

এক বছরের শিশু কন্যার মাথার গঠন অন্যান্যদের থেকে বড়। প্রাথমিকভাবে একটু খটকা লেগেছিল মা বাবার। চোখে বা কানে কোন সমস্যা হচ্ছে না তো, চিন্তায় পড়ে গেছিলেন বাড়ির বাকিরাও। কিন্তু এক বছরের শিশুর পক্ষে নিজে এত কিছু বোঝা সম্ভব নয় তাই চিকিৎসকের পরামর্শ (Doctor’s Consultation) নেওয়ার সিদ্ধান্ত নেন মা-বাবা। আর সেখানে যা ঘটল তাতে কার্যত অবাক গোটা বিশ্ব। এক বছরের শিশু কন্যার মাথার ভেতরে মিলল যমজ ভ্রূণ (Twin fetuses), বিজ্ঞানীরা যাকে আখ্যা দিয়েছেন ‘অজাত যমজ'( unborn twin)বলে। চিনের চিকিৎসকদের এই অভিজ্ঞতা নিউরোলজি জার্নালে (Neurology journal) বিস্তারিত প্রকাশিত হয়েছে।

চিকিৎসকরা বলছেন এক বছরের শিশু কন্যাকে নিয়ে এসে তাঁর মা-বাবা জানান যে বাচ্চাটির মোটর দক্ষতায় কোনও একটা সমস্যা হচ্ছে। পাশাপাশি মাথার সাইজ অন্য বাচ্চাদের তুলনায় বেশ খানিকটা বড়। সন্দেহ হয় চিকিৎসকদের তড়িঘড়ি ব্রেন স্ক্যান করা হয়। আর সেই রিপোর্ট দেখে রীতিমতো অবাক চিকিৎসক তথা গবেষকরা। তাঁরা বলছেন ভ্রূণের জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) পদ্ধতি ব্যবহার করে নবজাতকের যমজ শনাক্ত করা হয়েছিল। অজাত যমজ ভ্রূণের উপরের অঙ্গ, হাড় এবং আঙুলের মতো কুঁড়ি বেড়েছে। কিন্তু এও কি সম্ভব? গবেষণা অনুসারে, এই ঘটনাকে মেডিকেল পরিভাষায় বলা হয় ভ্রূণ-ইন-ভ্রূণ। যখন জীবিত যমজের দেহের অভ্যন্তরে একটি ভ্রূণের অনুরূপ টিস্যুর একটি ভর বৃদ্ধি পায় তখন বিভিন্ন উপসর্গ সৃষ্টি করে। এই ধরনের ঘটনা বিশ্বে খুব কমই দেখা যায় । গবেষকরা বলছেন প্রায় ১০ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রেই ঘটে।

প্রসঙ্গত গত বছরের নভেম্বরে, ঝাড়খণ্ডের রাঁচিতে চিকিৎসকেরা ২১ দিনের নবজাতকের পেট থেকে আটটি ভ্রূণ অপসারণ করেছিলেন। এবার চিনের এই শিশু কন্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে।

 

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version