Saturday, May 10, 2025

Entertainment : কো*ভিডের ফ্ল্যাশব্যাকে বলিউড ! নমোর গলায় ফিরল দুঃস্বপ্নের স্মৃতি

Date:

দেখতে দেখতে প্রায় তিন বছর কাটতে চলল। ২৪ মার্চ তারিখটা আসতে হাতে বেশ কিছুটা সময় আছে। কিন্তু এই শুক্রবারের সকালে আচমকাই যেন তিন বছর আগের কো*ভিড স্মৃতিতে ডুবল বলিউড(Bollywood)। দুঃস্বপ্নের সেই স্মৃতি ফেরাল অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’ (Bheed) সিনেমার ট্রেলার।

একটা ভাইরাস কীভাবে জীবন দর্শন বদলে দিতে পারে তা দেখিয়েছে কোভিড ১৯। হাসপাতালে বাড়তে থাকা মৃতের তালিকা, আর গৃহবন্দি জীবনে রুজি রোজগারের টেনশন। ২৪ মার্চ ২০২০, আচমকাই টেলিভিশন স্ক্রিনে ফুটে উঠেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখ আর সঙ্গে ছিল একটা ঘোষণা। “রাত বারোটা থেকে সারাদেশে সম্পূর্ণ লকডাউন”, জানিয়েছিলেন নমো। ঘন্টাখানেক পরেও বিশ্বাসের ঘোর কাটেনি আপামর ভারতবাসীর। প্রতিদিনের বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা সুস্থ জীবনের গুরুত্ব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আচমকা কাজ হারিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। ঘর হারিয়ে বহু মানুষ হয়েছিলেন উদ্বাস্তু। না ছিল মাথা গোঁজার জায়গা, না ছিল বাড়ি ফেরার উপায়। একটা ঘোষণা বহু মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠেছিল। সেই কাহিনিকেই ‘ভিড়’-এর ট্রেলারে ফের একবার চাক্ষুষ করলেন সিনেপ্রেমীরা।

 

আগামী ২৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভিড়’।লকডাউনের নিদারুণ কষ্টকে দেশভাগের যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন পরিচালক। বিনোদনের গ্ল্যামারাস রঙিন দুনিয়ায় এই ছবি সাজানো হয়েছে সাদাকালো ক্যানভাসে। ট্রেলারের শুরুতেই প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরকে অপরিবর্তিতভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। ডাক্তারের ভূমিকায় ভূমি পেদনেকর (Bhumi Pednekar) । ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ফ্ল্যাশব্যাকে ডুবেছে বলিউড।

 

Related articles

ভারত-পাক উত্তেজনার আবহে সীমান্তে ডাক পেতে পারেন সচিন- ধোনি! সম্ভাবনা কতটা

একের পর এক ড্রোন, মিসাইল হামলায় ভারতের পশ্চিম প্রান্তে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan...

বিস্ফোরণের শব্দ! ডাল লেকের অজানা বস্তু ঘিরে আতঙ্ক শ্রীনগরে

সীমান্তে আক্রমণ চললেও, আপাতত শান্ত শ্রীনগর (Shrinagar)। কিন্তু শনিবার সকালে আচমকা বিস্ফোরণের শব্দ শোনা গেল ডাল লেকে (Dal...

নিরাপদে ফিরেছেন ধরমশালায় আটকে পড়া ক্রিকেটাররা, রেলকে ধন্যবাদ বিসিসিআইয়ের

ড্রোন হামলার আতঙ্কে গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ মাঝপথে বাতিল...

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গুলিতে খুন পড়ুয়া!

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে। পাটনা বিশ্ববিদ্যালয়ের (Patna University) হস্টেলে দুষ্কৃতীদের গুলিতে খুন পড়ুয়া। শুক্রবার ভোরে সৈয়দপুর...
Exit mobile version